নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আমার একলা শালিক খুব গভীরে ঘুমায় বুকের ঘরে
আমার একলা ডাহুক উদাস ডাকে নিশিরাতের ভোরে,
আমার একলা আকাশ খরায় পুড়া তুমুল রৌদ্র তাপে।
আমরা একলা ছায়া আমায় ছেড়ে যাচ্ছে কেমন সরে
আমার একলা শরীর আমি বিহীন কেমন করে হাটে
দুপুর রোদে ক্লান্ত হয়ে একলা একা ভিজে,
আমার একলা আমি-
আমার একলা আমি চেয়ে থাকি তৃষ্ণা ভরা চোঁখে
রেলিঙ জুড়ে কাক পাখিটা একলা একা বসে
থমকে থাকে ট্রাফিক পুলিশ একলা একার মোড়ে,
আমার একলা জীবন-
আমার একলা জীবন হকার যেমন আকুতিতে ডাকে
ঝিমিয়ে পড়া ভিখারিনী ফুটো তালা হাতে
আমার একলা কথন-
আমার একলা কথন, নদীর মতন এঁকে বেঁকে চলে
আমার একলা দুপুর, বিষাদ বিকেল, একলা নিঝুম রাতে
একলা চড়ুই রাত নিশীথে বুকে বসে কাঁদে
আমার একলা ছায়া-
আমার একলা ছায়া আমায় ছেড়ে যাচ্ছে কেমন সরে
আমার একলা শরীর আমি বিহীন কেমন করে হাটে
একলা একা চেয়ে থাকে একলা পথের পানে।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: কবিতা লেখা অনেক কঠিন। আবার যারা লিখতে পারে তাদের জন্য কোনো ব্যাপারই না। আমি পারি না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৬
পাজী-পোলা বলেছেন: আমি ও পারি না।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৫
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।