নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

সভ্যসাচি

০৫ ই মার্চ, ২০২১ ভোর ৬:০৬

তারপর আমি নগ্ন হই
শরীর থেকে খুলে ফেলি আভিজাত্যের খোলস
মুখ থেকে ঝড়ে লালা
লোভাতুর জিহ্বা বুলিয়ে নেয় আরেকটি নগ্ন শরীর
চোখ ঠিকরে বেড়িয়ে আসে
নখের আছড়, কামনার কামড়ের দাগ থেকে যায় তার বুকে
ছিরে খেতে ইচ্ছা করে গণিকালয়ের এই অপ্সরী কে।
দেহের ভারে দেহটাকে পিষে মারি
বিছানার চাঁদর যেন মানচিত্র কোন বিধস্ত নগরীর।
সমস্ত রাগ, দুঃখ, ঘৃণা বমি করে দেই
টপ টপ করে ঝড়তে থাকে খেদ, হতাশা, ক্ষোভ।
সমস্ত বিষাদের শেষে
দুটো ৫০০ টাকার নোট মুখের উপড়ে ছুড়ে দিয়ে
পড়ে নেই মিথ্যার শ্লোগান
ঠোটের কোল জুড়ে থাকে প্রসস্ত হাসি।
নষ্ট শরীর নিয়ে হেলতে দুলতে বেড়িয়ে আসি
নিকোটিনে হৃদয় জ্বালিয়ে দেখি
কালো পিচের রাস্তা স্রোতে ভেশে যাচ্ছে, অজানায়.......
অন্ধকার গিলে খাচ্ছে সমস্ত শহরটাকে।
মদের নেশা মাথা তুলে দাঁড়ায়
পরিচিত পথ কেমন অচেনা দেখায়।
গলির মোড়ে এসে দাড়াতেই
কুকুরটা ভুগিয়ে ওঠে
আমি কলহলে জড়িয়ে পরি
খিস্তি দিতে দিতে পৌছে যাই সদর দরজায়।
কলিং বেলে হাত রাখি
মাথার ভেতর ঘুরতে থাকে অযাচিত শব্দ।
দরজা খুলে অপেক্ষারত দুটি চোখ আমাকে পর্যবেক্ষণ করে
আমার অসজ্য লাগে, শান্ত দেহটাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পরি।
টেবিলের ওপর সাজানো খাবার দেখে ঘোর লাগে
পাপ বোধ জাগে সমস্ত হৃদয় জুড়ে।
তড়িঘড়ি করে বেড রুমের দিকে ছুটি
বিছানার ওপর আছরে ফেলি পাপিষ্ঠ শরীর
সমস্ত দিনের ক্লান্তি এসে আছন্ন করে
তলিয়ে যাই অতল ঘুমের সাগরে।
ওদিকে অভীমান বাড়ে, অভিযোগের ফলা গুলো তির্যক হয়
দুঃখ বেড়িয়ে আসে দু'চোখ ভেদ করে
সঙ্গোপনে দেহের পাশে দেহ রাখে
অজ্ঞাত দুটি শরীর পাশা পাশি পড়ে থাকে।

দূরত্ব ক্রমশ বর্ধিত হয়
সম্পর্কের বেড়াজালে আটকা পড়া দুটি হৃদয় মুক্তি চায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: আজ আমিও একটা কবিতা লিখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.