নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

প্রাক্তন

২০ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫১

ডাকটা কত সুন্দর লাগে
হেলপার যখন চিৎকার করে বলে
"ওই জসিমউদ্দিন- জসিমউদ্দিন ..."।

নাহ, এখানে কারো ঘর নেই
আমার কেউ নেই।
কোন এক জানলা ছিল
পুবাল হাওয়া দোল দিত,
জানালায় এক চিলতে আকাশ ছিল
মেঘলা আকাশ শার্সি ফাঁকে উঁকি দিত
বৃষ্টি ছাট নধর দেহ ভিজিয়ে যেত।
মাতাল করা চন্দ্র রাতে
জোস্না বুকে ঢলে নামত,
জানলাটাই আমার ছিল।

জানলা জুড়েই আমার
অলস বিকেল চোখ পাতত,
তাকিয়ে থাকা ঐ পথটাই
তার আসা-যাওয়ার রাস্তা ছিল।
এখানে আমার-
না বলা এক প্রেম ছিল।
এখানে এখন কেউ নেই
না আমি, আর না সে
এখানে কেবল, নষ্ট করা এক স্মৃতি আছে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর ভাবে বাঁচতে হলে আবেগ কমাতে হবে।

২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৩

পাজী-পোলা বলেছেন: অসুন্দর টাকেও তো কারো দেখতে হবে, নইলে রেসিজম হয়ে যাবে না!

২| ২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ।

২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৫

পাজী-পোলা বলেছেন: এমন কি হল- যে আল্লাহকে ডাকার প্রয়োজন পড়ল?

৩| ২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

কানিজ রিনা বলেছেন: পাজী পোলার কবিতা বেশ ভালো লাগলো ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৩

পাজী-পোলা বলেছেন: শুভেচ্ছা নিবেন, ভালো থাকবেন।

৪| ২০ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৫

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কথামালা

২০ শে মার্চ, ২০২১ রাত ১১:৪২

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.