নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

এক পুরানো জোক

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৫

একবার এক শিয়াল আর গাধার মধ্যে প্রচন্ড ঝগড়া লাগলো। তারা সিংহের কাছে গেল বিচারের জন্য। সব শুনে সিংহ, শিয়াল কে বন্দী করল আর গাধাকে ছেড়ে দিল। গাধা মনের খুশিতে নাচতে নাচতে চলে গেল। শিয়াল জিজ্ঞাসা করল, আপনি কেন আমাকে শাস্তি দিলেন? আমি কি ভুল বলেছি? ঘাস কি সবুজ না? তখন সিংহ বলল- অবশ্যই ঘাস সবুজ, কিন্তু তোকে শাস্তি দিয়েছি তুই গাধার সাথে যুক্তিতে গেছিস বলে।
মোরাল : গাধাদের সাথে কখনো যুক্তিতে যেও না।
কিন্তু সমস্যা হল গাধা নিজে জানে না যে সে গাধা। সেও নিজেকে শিয়াল ভাবে।

গাধা আনন্দে ডাকতে ডাকতে বোনের সবাই কে জানিয়ে দিল। অজগর, খরগোশ, কাক ভাবলো গাধা ঠিকই বলেছে, সিংহ নিশ্চয় কোন ভুল করবে না। তারাও বনের সবাই কে বলতে লাগলো ঘাস নীল। হরিণ একথা শুনে প্ৰতিবাদ করলো। সাথে সাথে অজগর, খরগোশ, কাক হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল। ভয়ে হরিণ পিছিয়ে গেল। গরু, ছাগল আগে থেকেই দ্বিধায় ছিল কিন্তু এটা দেখে তাদের মনের সন্দেহও দূর হয়ে গেল। তারাও বিশ্বাস করল ঘাস নীল। এভাবে শিয়ালের দল বিচ্ছিন্ন হয়ে গেল, গাধার দল ভারী হল।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



বেশী পুরাতন, সময় নষ্ট।

২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২০

পাজী-পোলা বলেছেন: আমি তো বলেই দিছি পুরোনো। সময় নষ্ট আপনি করলেন, গাধার মত।

২| ২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

শুরুতে একটু সংশোধন করা দরকার।
প্রশ্নটা উল্লেখ করে দিন।

২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৮

পাজী-পোলা বলেছেন: কোন প্রশ্ন?

৩| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: যে জঙ্গলের গল্প বলেছেন ওটা মনে হয় বাংলাদেশে অবস্থিত। কারণ কিছু মিল পাওয়া যাচ্ছে।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৩

পাজী-পোলা বলেছেন: দুইদিন ধরে দেখতেছি বিজ্ঞান মস্তিস্ক আর বিজ্ঞান বিমুখ ঝগড়া শুরু করছে ফেসবুকে। আর দুই দলই দুই দলকে গাধা বলতেছে। দুই দলই এই একই জোক বলতেছে।

৪| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪২

সিগনেচার নসিব বলেছেন: সবাই আজকাল জোক বলতেছে। কোনটা ছেড়ে কোনটা পড়ি :D

৬| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৩৬

জিকোব্লগ বলেছেন:



গাধার দল ভারী করার জন্য দায়ী সিংহ। X(
কী আর করবেন! সিংহের ইচ্ছা বলে কথা! :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.