নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
রৌদ্র যখন তোমার অধর ছোয়
আমার ভীষণ হিংসে হয়,
খোলা পিঠে অবাধ বিচরণ;
হিংসে ধরায়।
আমার থেকে মুখ ফিরিয়ে
যখন চুরির খেলায় মতো;
আমার ভীষণ হিংসে হয়।
চোখের কাজল লেপ্টে গেলে
বিচ্ছিরি যখন কাঁদো; ভীষণ পুড়ায়।
দু হাত ভরে যখন কদম কুড়াও
আহ্লাদী ওই মুখ খানায়, বড্ড মায়া হয়।
হাতের উপর হাত রাখতে
যখন সড়িয়ে নাও সঙ্গপনে,
তুমুল অভিমান জমাট বাধায়।
তোমার ওই ফোনের স্ক্রীনটাকে
আমার ভীষণ হিংসে হয়,
তোমার নরম গালে আদর পেয়ে
কেমন লেপ্টে রয়।
আমার কথার পাহাড় তখন নীরব জমায়,
অভিমান গুলো অভিযোগ হয়ে দাঁড়ায়।
তখন যখন গুমড়ো মুখে
ঘাসের গায়ে দাঁত ফোটাও,
আমার ভীষণ রাগ হয়।
বলতে না পারা হাজার কথা
তুমুল জোট পাকায়।
তখন যখন- ঐ শান্ত চোখে; জলের ধারা
অবাধ ভাসে, ভীষণ টাটায়;
আমার স্বাসেও কেমন কষ্ট হয়।
হাসির ঢেড়ায় বাদাম খাওয়ার
টাপুর টুপুর গল্প ছড়ায়;
তখন আমার সকল দুখ, মত্তে ধায়।
তোমার কোলে ক্লান্ত মাথা
রোদের বুকে গাছের ছায়া
লক্ষ বছর চুপটি থাকা,
হটাৎ তোমার কমল ঠোঁটের
নরম স্বর; বিরক্ত লাগায়।
যাবার পালাই; আমি থমকে যাই,
তোমায় তখন শত্রু মনেহয়।
কফির ধোয়া যখন তোমার ওষ্ঠ ছোয়
আমার ভীষণ হিংসে হয়;
কাপের মুখে লিপস্টিকের ঐ আল্পনায়
বারেবারে আমার নজর যায়।
আমার জুড়িয়ে খাবার বাহানা
আর একটু আটকে রাখার চেষ্টা,
তোমার যখন অধর্য হয়;
তোমায় তখন ভীষণ নিষ্ঠুর মনে হয়।
তোমার যাবার বেলা
আমার খালি ভুল হয়।
যখন তুমি রিক্সা ডাকো-
আমার বুক ঘুমোট বাধায়,
যখন তুমি ফিরে চাও
আমার সকল নষ্ট হয়।
জানো- তুমি ছেড়ে গেলে
আমার ভীষণ কষ্ট হয়।
২| ০৯ ই মে, ২০২১ ভোর ৫:৩১
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ, সুন্দর।
৩| ০৯ ই মে, ২০২১ দুপুর ১২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
৪| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২১ ভোর ৪:৫৭
জটিল ভাই বলেছেন:
যখন তুমি আমায় ফেলে,
রিক্সাওয়ালা মামার সাথে,
চলে যাও.......
ভীষণ হিংসে হয়!!!
জটিল হয়েছে। জটিলবাদ!