নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

আমায় গায়ে কার গায়ের গন্ধ লেগে আছে!

২৩ শে মে, ২০২১ রাত ১০:৫২

জোছনা ভেজা রাত
বুকে অচেনা কারো হাত
আমায় জড়িয়ে আছে কে?
দক্ষিণা খোলা হাওয়া
চুলে লেগেছে দোলা
আমি গুজিয়ে দিয়েছি
নাক বুকের উত্তাপে।

আমি খুঁজছি কাকে রাত নিশীথে
কে ডাকছে আমাকে?
আমায় গায়ে কার গায়ের গন্ধ লেগে আছে?

ভেজা জানালার শার্শী বেয়ে
কে নামছে রাত দুপুরে?
আমি উষ্ণ চুম্বন খুঁজছি
কোন শীতল ঠোঠে?
আমার শরীর ভাঙ্গছে
তুমুল জ্বরে কাঁপছে
কার অধর স্পর্শে?
বুকের নরম জুড়ে
কে শেষ রাতের চিহ্ন রেখে গেছে?

আমি খুঁজছি কাকে রাত নিশীথে
কে ডাকছে আমাকে?
আমায় গায়ে কার গায়ের গন্ধ লেগে আছে?

অন্ধকার কাটছে বুকের ভেতর
তীব্র প্রেম ফাটছে,
এই মায়াবী চন্দ্র রাতে
আমি পড়ছি তুমুল ঘোরে।

আমি খুঁজছি কাকে রাত নিশীথে
কে ডাকছে আমাকে?
আমায় গায়ে কার গায়ের গন্ধ লেগে আছে?(২)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২১ রাত ১১:১৪

কামাল১৮ বলেছেন: টেষ্ট

২৩ শে মে, ২০২১ রাত ১১:৪৯

পাজী-পোলা বলেছেন: sorry.........?

২| ২৩ শে মে, ২০২১ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: যতই আমি দূরে যেতে চাই ততই আসি কাছে
আমার গায়ে তাহার গায়ের গন্ধ লেগে আছে।

২৩ শে মে, ২০২১ রাত ১১:৫১

পাজী-পোলা বলেছেন: হ্যা, বলতে পারেন ওখান থেকেই লাইনটা চুরি করে নিছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.