নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
রাতের শহর রঙিন আলোয় মোড়া
রঙিন আলোর নিচে ঝলক দিয়ে ওঠে উমগ্ন নগ্নতা,
নির্লজ্জ চোখ মশগুল আলীক সৌন্দর্যে
বেহায়া ঠোঁটে বেশরম ভাষা।
প্রেমের শিস টেনে যায়
জীবনের দীর্ঘ শ্বাস,
হতাশার পেয়ালায় মাতাল সুরা
কন্ঠনালীতে বিস্বাদের গান;
ক্ষনে ক্ষনে মৃত্যুর উদ্দাম নৃত্য
জলসা ঘর অভিশাপে শাপান্ত।
কাচের চেহারায় মানুষের মুখ
প্রতিচ্ছবি ঢেকে যায় মুখোশের অন্তরালে।
হুইসেলে বেজে যায় অসীনি সংকেত
স্টেশন ছেরে দেয় অপেক্ষারত শরীর
প্রতীক্ষার অন্তহীন পথ ফুরায় না যেন;
গন্তব্য চেনা আছে কার?
তবুও ছুটে চলা অবিরাম,
প্রাপ্তির শেষ তবে কী?
শহর জানেনা সমাপ্তি।
খেলা ঘরের নেই কোন নিয়তি
স্বপ্নের চাদরে খোলসের বসতি
ছেড়া জুতোয় ক্ষয়ে যাওয়া পদ্দধনি;
কুহেলিকার শরীরে প্রবঞ্চনার হাতছানি।
নিশীথিনীর ভগাঙ্কুরে জরায়ুর গন্ধ
রঙিন আলো ঢেকে রাখে নষ্ট ভ্রণ;
শিরোনামে নেই কোন বিরাম চিহ্ন
শহরের বুকে কংক্রিটের স্তম্ভ।
প্রেমিকের বুকে ছোবল দেয় বিষাক্ত শহর
প্রেমিকার মত ক্ষণে ক্ষণে বদলে যায় তার অঙ্গ।
বিনোদিনী হায় লাঞ্চনায় শুধু পায়
জোটে নাকো ভালোবাসার ঠাই,
তবু প্রেয়সীর মত বাহুডোরে
জৌলুস এই শহরটাকে বাধতে চাই।
©somewhere in net ltd.