নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

সেকি জানে?

২২ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৯

এই নাগরিক মুখোশের ভিড়ে
সেই কবেই হারিয়েছি নিজেকে;
নিখোঁজ বিজ্ঞপ্তি খুজি দেয়ালে দেয়ালে
আমার হারানোর সংবাদ সেকি জানে?

বেদনা বিভুল বুকের ভেতরে
ছিঁড়ে যাওয়ার যন্ত্রনা;
ছেড়ে যাচ্ছি কংক্রিট, মেঠোপথ
নিয়নের শহরে পরিচিত বিলবোর্ড
চেনা চেনা নগরী,
ফিরে যাওয়ার পথ খুঁজে মেলেনা।
বিবর্ণ আধার ছেয়ে গেছে ছায়ার দুরত্বে
আলোকিত নগরী চোখ মেলে দেখে না।

মুঠোফোনে বন্দি সম্পর্কের সন্ধি
দেনা-পাওনার লেনদেন
হিসাবে তো মিলেনা।
কাছে পাওয়ার যন্ত্রণা
ছেড়ে যাবার বেদনা
বারেবারে খুঁজে ফিরি
ফিরে যাওয়ার বাহানা।

সিক্ত অশ্রু আঁখি পল্লবে
কাটার চিতা ধূলিপথে
হেটে গেছি বহুদূর, গন্ধ ছাড়ে না।
রক্তস্নাত পা তপ্ত পথে
ছিড়ে যাব সম্পর্কের কাঁটাতার
যেন তার ইয়াদেও আসি না।

বিচ্ছেদের কাতরতা
জ্বরের ঘোরে আকুলতা
নির্মল বোতলের সুরা
আকন্ঠ মাদকতা
আমি হারিয়ে গেছি নির্মহ বেদনায়,
আমার হারানোর সংবাদ তাকে বলোনা।
আমার পলকহীন রাত্রির গল্প শুনলে
তার চোখে ঘুম আসে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার মনে হয় সে জানে না।
জানলে উলট পালট করে দিতো
আপনার জীবন!!

২| ২৩ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: সবাই সব কিছু জানে। কিন্তু অবস্থার চাপে পড়ে চুপ থাকতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.