নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
নিন, আমাকে একটু খুঁচিয়ে নিন
নিন্দ কথায় জ্বীবায় রসদ
আর একটু জুটিয়ে নিন।
শব্দ গুলো তীক্ষ্ণ করুন
বাক্য জুড়ে কাঁটার খোঁচা
আর একটু দীর্ঘ করুন।
খুজুন, প্রণয় কালের কলঙ্ক গুলো
রাত্রি গুলো রগীন ভাবুন,
ওষ্ঠ ফাঁকে নেশার চালান!
আর একটু বাড়িয়ে বলুন।
ঢালুন- আর একটু বিষ ঢালুন
নিন্দ জিহ্বা বিষের রসে
আরো একটু মাখিয়ে রাখুন।
ত্যাক্ত কথায় অবোধ বুকে
তিক্ত ফলার আঘাত হানুন।
হানুন, বাঁকা চোখের হিংস্র নজর
হিংসা ভরা তীক্ষ্ণ নখে
আর একটু খুঁজলে দিন।
দেহ আমার শক্ত পুরু
এত অল্প বাণে খসবে না,
কালিমার ওই তক্ত পোষা
মাংস ভেদে বসবে না।
নিয়ম কানুন কাটা তার
শরীর টাকে বেঁধে রাখুন,
শাসনের ওই অস্ত্রাঘাতে
আমায় তবে বিদ্ধ করুন।
বদ্ধ ঘরে রইবো না
অশ্রু চোখে কাফন বেঁধে
সূর্যটাকে ডোরবো না,
খুলবো যত বন্দী তালা
ভাঙবো সব নিয়ম বাধা।
লাগুন- আমার পিছনেই লাগুন
অলস সময় কান কথায়
আধার খানি ভরিয়ে তুলুন।
আমার নিয়ে নিন্দ তেষ্টায়
আকুল ভরে তুষ্টি পান।
আপনাদের জন্য বড্ড মায়া হয়
চিরকাল-ই পিছনে রইলেন
পিছিয়ে পড়া জাতি।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
গদ্যে সমসাময়িক বিষয় নিয়ে লিখুন।