নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

আর্জি খানি রেখো!

২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১২:০২

আমাকে কি তোমার কপালের
টিপের জায়গাটা দিবে?
তোমায় ছুয়ে থাকবো।
এতটুকুই আশা আমার
এর চেয়ে বেশী কিছু চাই না;
নাহয় নাকফুলের জায়গাটা দিও
কিংবা কানের দুলের।
বলছিনা যত্ন করে চোখের কাজল করো
ঠোটের ফাকে আলতো করে নামটা ধরো,
নাহয় ঘৃণাভরে পায়ের তলায় রেখো;
শুধু এইটুকু আর্জি আমার
হাটার পথে সামলে চলো।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৭

উদারত১২৪ বলেছেন: রাখলাম.। ফাঁসির আগ মূহুর্তে সায়্যিদ কুতুব রহঃ

২| ২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে

৩| ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৭

ফুয়াদের বাপ বলেছেন: আহাহা! কি মিনতি!
কবিতা-গান-গল্পে ছেলেরা মেয়েদের যেই প্রশংসা করে কিংবা প্রেম পাবার প্রত্যাশায় যে ছ্যাবলামী করে তা সারাজীবন মেয়েরা মুখ টিপে মুচকি হেসে পাশ কাটে।

ক্ষেত্রবিশেষ এমন ছ্যাবলামো ভালোবাসা মূল্যায়িত না হয়ে বরং মূল্যহীন কষ্টে কষ্টি পাথর হয়।

অনেক সময় এমন মিনতিতে মেয়েরা লাই পেয়ে বানর বনে যায়। সেই যে ঘাড়ে চেপে বসে আর নামে না আমৃত্যু। আপনি সারাজীবন মিন মিন করে কলা ছোলে দিবেন আর ঘাড়ে বসে মজা করে খেয়েদেয়ে দিনাতিপাত করবে সঙ্গীনী।

৪| ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১৫

রানার ব্লগ বলেছেন: উদারত১২৪ @ আপনার খেয়ে দেয়ে কাজ নাই আজগুবি সব ইউটিউব কাহিনী নিয়া ফেরিওয়ালার মতো ঘুরে বেরাচ্ছেন, এটা ভাই ফেইসবুক না।

তোমার কপাল বেয়ে ঝুলে থাকা
ঝুলায় আমায় ঝুলতে খানিক দিয়ো
স্বপ্ন পাড়ায় সাথি করে আমায় তুমি নিও !!!

৫| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.