নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

কাপুরুষ

১৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৫

এইবার ঘুমিয়ে পড়ব
সমস্ত মুখে চুন কালি লাগিয়ে
চির নিদ্রায় শায়িত হব।

জন্মের পর থেকে যে আমায় ঋনি করেছো
শোধ দেব না এর কিছুই;
বিষাক্ত ঘৃণা, নির্দয় প্রত্যাখান, নির্মম উপেক্ষা
সব বুকে নিয়ে শয্যায় যাব।

তোমরা তোষামোদ করবে
বলবে নির্লজ্জ আমি পালিয়ে গেলাম,
গালি দিবে আমার কলঙ্কিত শরীরটাকে
আমি তবু মুখ ফুটে প্রতিবাদ করবো না।
প্রতিটি কাটার ক্ষত বুকে নিয়ে ঘুমিয়ে যাব,
আর জাগবো না।

এইবার আমি ঘুমিয়ে যাব
ব্যার্থ জীবনের হিসাব কষতে কষতে বড় ক্লান্ত,
হিসাবের খাতা জলাঞ্জলি দিয়ে
ঘুমিয়ে পরব, ফিরেও তাকাবো না।

এই উম্মাদ জীবন সংগ্রাম তোমাদের থাকুক.
অযোগ্য সৈনিক আমি পরাজয় মেনে নিয়ে
ঘুমিয়ে যাব,
ঐ দুর্বিষহ তীক্ত ফলার বাণে হৃদয়ের শীল্ড টিকে না।

ভালোবাসা, আমায় দিয়েছো যত ব্যাথা
প্রেম, যতবার ফিরিয়ে দিয়েছো নতমুখে
তোমার দুয়ার থেকে
এসকল ঋনের বোঝা মাথায় নিয়ে ঘুমিয়ে যাব।

যত রাগ, অভিমান, অভিযোগ, বঞ্চণা
জমেছে হৃদয়ের কোষাগারে
সব নিয়ে ঘুমিয়ে যাব;
আত্মসাৎ করে নেব সমস্ত বিষাদ বেদনা।
এইবার আমি ঘুমিয়ে পড়ব
আর কোন অনুরাগে জাগবো না।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.