নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

থু

১৩ ই মার্চ, ২০২২ রাত ১২:২২

জীবন শোনো?
হুম, বলো
থু।
কবিতা শোনো?
নাহ
কেন?
কাছে গেলেই তুমি জড়িয়ে ধরো।
ধরবো না, কসম শব্দের।
তবে বলো
থু।
প্রেম শোনো?
কে তুমি?
কেউ না
তবে ডাকছো যে?
একটুও কি শুনবে না?
দূরে থাকো।
যদি হাত পাতি?
ভিক্ষা নেই, মাফ করো।

ধুর শালা, মুখে যে থু থু দেব তারও উপায় নেই। শালির দেমাগ দেখো।

ভালোবাসা শোনো?
অবশেষে আমার কাছেই ফিরলে, বলো?
থু
এই কি প্রাপ্য ছিল, এই প্রতিদান দিলে। যা কিছু দিয়েছি উজার করে?
এর চেয়েও বেশী আশা করে ছিলে?
রাষ্ট্র শোন?
আমরা পূরণ করেছি ভাতের দাবি, আর কোন মুখ রইবে না অনাহারী।
থু
এত সাহস? ঐ কে আছিস?
ধরো, শিকলে বাধো। কেটে ফেলো জীহ্বা, তবু তোদের মুখে থু।
ধর্ম শোন?
আস্তে, বলো - স্বর্গে যেতে চাও না নরকে?
কেনো?
দেখলাম সবার মুখে থুতু দিচ্ছো, আমার মুখে দিলে কিন্তু হে হে নরকে।
জীবন ভর জ্বলেই গেলাম আর কী ভয় দহনে! থু।
মৃত্যু শোনো?
উহু, এখন নয়।
পাপের বোঝা কি পূর্ণ হয়নি? আর কীসের অপেক্ষা? এসো আলিঙ্গনে আমায় মুক্ত করো। শুষ্ক ঠোটে একে দাও দীর্ঘ চুম্বন, নিশ্বাস কেড়ে নাও। এসো...।
ফিরে যাও। জীবনের গারদে আরো কিছুদিন বাঁচো, বেচে থাকো।
চুপ শালা, হারামজাদা।

যাকেই আকড়ে ধরতে যাই সেই ফিরিয়ে দেয়, প্রত্যাক্ষান করে, উপেক্ষায় রাখে, এমন বাচার মুখে থু।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: যন্ত্রনাময় কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.