নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

অতৃপ্ত

০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৮

চোখ দুটোর তৃষ্ণা এমন করে বেড়ে উঠেছে
তুমি আড়াল হলেই ভীষণ পুড়ায়,
চোখ খুললেই যখন জাগতিক দেখি
বন্ধ করতে ভীষণ টাটায়।
পাতা দুটোর মেল বন্ধনেও
বিষাদ বিরহ জাগায়।

তোমায় দেখতে চেয়ে সাঝবেলা যায় অন্ধকারে
প্রভাতের সূর্য দীর্ঘ হয় খোলা আকাশের বুকে,
তুমি অদেখা হলেই চোখের খরা এমন করে বেড়ে যায়
মরা নদীর জল গড়ায় অক্ষী কোঠরে;
চৈত্রের খরায় কাঠ ফাটা মাঠের মত বুকের ছাতি ফাটে।

চোখ দুটো এতটাই পিপাষিক্ত হয়ে উঠেছে যে
বেদুঈন মরুর বুকে মধ্য দুপুর জেগে উঠে যখন
মুসাফির এক ফোটা জলের আশায়
চেয়ে থাকে প্রকান্ড আকাশ পানে,
আমিও চোখ পেতে চেয়ে থাকি তেমন
প্রতীক্ষার প্রহর নিয়ে অপেক্ষার পথের দিকে।

চোখ দুটোর পিপাষা এমন করে বেড়ে উঠেছে যে
তোমায় দেখার অতুল স্বাদে ঘুমতো ভুলে গেছে।
চোখ দুটো এমন মরিয়া রেখে মরে গেলে
পাড়ার লোকে নিন্দে করবে,
বলবে; কোন শত্রু কে দেখতে চেয়ে
এমন অসহায়ের মত মরেছে, কোন নিঠুর সে?

চোখ দুটো ভীষণ মরিয়া, এক পলকের মিলনের জন্যে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪০

দ্বীপ ১৭৯২ বলেছেন: সুন্দর

২| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৫১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: চোখ দুটো এতটাই পিপাষিক্ত হয়ে উঠেছে যে
তোমার দেখার অতুল স্বাদে ঘুমতো ভুলে গেছে


এখানে কি ঠিক আছে ? কবিতা ভাল লাগল।

০৭ ই জুলাই, ২০২২ রাত ৩:৫২

পাজী-পোলা বলেছেন: না, তোমায় হবে। শুধরে নিয়েছি। ধন্যবাদ।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২০

মিরোরডডল বলেছেন:





চোখ দুটো ভীষণ মরিয়া, এক পলকের মিলনের জন্যে।

বাহ! বেশ হয়েছে লেখাটা।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.