নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

অহং

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৬

লড়ছে দেখো বিজ্ঞ জনে সাধ্যি সকল নিয়ে
সিদ্ধ্য হতে গেলেন যাঁরা জ্ঞানের আলোর খোঁজে।
আধার ঘরে আশার বাত্তি জ্বাললো যাঁরা হেসে
তর্ক করে তাদের নিয়ে মূর্খ অন্ধকারে।
অন্ধকারের ডেড়ায় তারা, তাঁদের নিয়েই লড়ে
সূর্য ছোবার স্বপ্নে যাঁরা আনলো সকাল ডেকে।
বিভেদ করে সভ্য লোকে, প্রভেদ করে তাঁদের
ভাঙলো যাঁরা দেয়াল গুলো পোক্ত ভেদাভেদের।
বিবাদ ছেড়ে আনলো যাঁরা শান্তি মিছিল বয়ে
তাঁদের নিয়েই দম্ভে মানুষ দন্দ্বে তুমল লড়ে।
আনলো যাঁরা সত্য পথ সঠিক রুটের ম্যাপে
তাঁদের নিয়েই যুক্তি করে বসে বদ্ধ ঘরে।
স্বর্গ হাতে আসলো যারা ধূলোর পৃথিবিতে
হিংসে করে নস্যি দেহ ঘৃণ্য অহংকারে।
অহংকারের আগুন জ্বেলে জ্বলছে মনের খাজে
মহৎ নামের শব্দটাকে পুড়ায় দম্ভ ঙ্গানে।

কী কারণে প্রমিথিউস আনলো আগুন ছিনে
আগুন নিয়েই লড়ছে মানুষ ফাগুন জ্বেলে পুড়ে;
পুড়ছে দেখো স্বর্গ-নরক পুড়ছে ধরাধাম ও
আগুন এনেই দৈব্য সকল ভুলের মাশুল দিল।
পথের বাঁকেই বিপদ হল মশাল নিয়ে হাতে
ভুলের পথেই বাড়ল পা অন্ধ দু'চোখ বুঝে।
ঙ্গানের আগুন দম্ভ দিলো শিনার আগুন রাগের
ঘৃণার আগুন জ্বালায় পোড়ায় আগুন কি আর নিভে;
বাড়ছে আগুন জ্বলছে আগুন হিংসা ভরা চোখে
হিংস্র আগুন পোড়ায় শুধু আগুন না আর থামে।
এত আগুন জ্বললো কেন প্রশ্ন জাগে মনে?
মানুষ নামের ফানুশ গুলো ভৎস বিবেক তলে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৪

শূন্য সারমর্ম বলেছেন:



দেশে এখন একটা গ্রীক দেবতা দরকার ছিলো, যিনি জ্বালানীর দাম নিয়ন্ত্রণ করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.