নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

গুম হয়ে যাওয়া ব্যাক্তিদের কোথায় রাখা হয়? বেড়িয়ে এলো নেত্র নিউজের রিপোটে ।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪২



আল জাজিরা খ্যাত "All the Prime Minister's Men" এর বাংলাদেশী যে সাংবাদিক ছিল, তাসনীম খলিল। গতকাল তার রিপোটে নেত্র নিউজ থেকে একটা নিউজ করা "আয়নাঘরের বন্দী: ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা" শিরোনামে। বাংলাদেশে গুমের শিকার হওয়া ব্যাক্তিদের কোথায় রাখা আটক রাখা হয় এবং তাদের সাথে কী করা হয় সেটাই ছিল নিজের বিষয়। ঢাকায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদরদপ্তরের ঠিক পেছনেই এই বন্দীশালাটির অবস্থান। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এখানে বন্দীদের আটক রেখে নির্যাতন করা হয়। আয়নাঘর নামক এই বন্দীশালার দুই সার্ভাইভারের জবানবন্দী এবং বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত হুইসেলব্লোয়ারদের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্র নিউজে এই অনুসন্ধানী প্রতিবেদন করে।

যদি বিষয়টি সামান্যতম সত্যি হয় তাহলে খুব ভয়াবহ অবস্থায় আছি আমরা।

Full Video: বিস্তারিত নিউজ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪৯

ককচক বলেছেন: তাসনিম খলিল ও সামী মাঝেমধ্যে কঠিন কঠিন খবর প্রকাশ করে। অনুসন্ধানী সাংবাদিক হিসেবে তারা খারাপ না। যদিও তাদের তথ্য নিয়ে কন্ট্রোভার্সি আছে।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১:৩৯

পাজী-পোলা বলেছেন: যারা আলাদা কিছু করে তারা সবসময় বিতর্কিত হয়। অনেক সময় বিতর্কিত হওয়ার জন্যই আলাদা কিছু করে।

২| ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২৫

জ্যাকেল বলেছেন: সরকারে আসলে গুন্ডাতন্ত্র কায়েম হইয়াছে (২০০৯সালের পর থেকেই)

১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৩

পাজী-পোলা বলেছেন: ফলাফল তো দেখতেই পাচ্ছি। দেশ বেহেস্ত হয়ে যাচ্ছে।

৩| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:০২

খাঁজা বাবা বলেছেন: গন অধিকারের এই মন্দার যুগে এমন এক আধটু খবর মানুষকে ঘুরে দাঁড়াবার শক্তি সঞ্চার করে।

৪| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৯

লিংকন১১৫ বলেছেন: আল জাজিরার অনুসন্ধান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.