নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

পেট নীতি

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৫১

পেট থাকতে নেই শিল্পীর
যেমন পেট থাকে না শিল্পের;
বেশ্যার পেট না থাকলে
সে আর আচল বিকাতো না
জন্ম হত না নষ্ট ভ্রণের।

পেট থাকতে নেই ফুটপাথের
পেট থাকতে নেই কুঁড়ে-ঘরের;
পেট যদি না থাকত অভাবীর
রাজপথে মিছিল নামতো না
মিছিলে রক্ত ঝরত না
উচ্চারিত হত না আগুন ধ্বনির।
পেট থাকতে নেই কবির, রং তুলির
তবে আকা হত না আহাজারি;
সৃষ্টি হত না ক্ষুধার রাজ্যের
পূর্ণিমার চাঁদ থাকত একা কাব্যের।
পেট যদি না থাকত বখাটের, প্রেমিকের
তবে ছিনতাই হত কেবল ভালোবাসা
রাহাজানি হত নিখাদ প্রেম,
অস্ত্র হয়ে উঠতো ফুল
গোলাপের মুখে বিলিয়ে দিত বুক।
পেট যদি না থাকত শ্রমিকের, কৃষাণের, মজুরের
তবে হত না হাহাকার আর্তনাদের।

পেট থাকুক ক্ষমতার, ধর্মের, বুদ্ধিজীবীর
আস্ত রাষ্ট চিবিয়ে খেয়ে বলুক তারা
'তৃপ্তি পেলাম না, আর একটু হলে মন্দ হত কী!'
পেট থাকুক শোষকের, শাসকের, মহাজনের
আকণ্ঠ ক্ষুধা থাক জোকের
শুষে নিক শেষ রক্তবিন্দু কীটপতঙ্গের।

পেট থাকুক শিয়ালের, শকুনের, শুয়োরের
বাড়তে থাক ভূরি মন্ত্রির, মন্ত্রি শালার ।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪১

মিরোরডডল বলেছেন:




পেট যদি না থাকত বখাটের
তবে ছিনতাই হত কেবল ভালোবাসা
রাহাজানি হত নিখাদ প্রেম,
অস্ত্র হয়ে উঠতো গোলাপ
ফুলের মুখে বিলিয়ে দিত বুক।
পেট যদি না থাকত প্রেমিকের
শ্রমিকের, কৃষাণের, মজুরের
তবে হত না হাহাকার আত্তধ্বনির।



সেটাই, যত জ্বালা সব এই পেটের জন্যই ।

পোলা পাজী হলেও লেখে ভালো ।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ৮:২৩

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

পোড়া বেগুন বলেছেন:
পেট যদি না থাকে সখি
জীবন দিয়ে কি হবে?
পেটের জন্যই ছিল ছাতুরী
নইলে জীবন যাবে নিভে।৷

পেট যদি না থাকে তোমার
রূপ দিয়ে বলো কি হবে?
না থাকিলে পেটের জ্বালা
কেউ নাহি হাত বাড়াবে!

কবিতা সুন্দর হয়েছে।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ৮:২৩

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.