নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

বিপথগামী হইয়ো না

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪০

ছেড়ে যেওয়া না, ভুলে যাবার ছলে
মুখ ফেরালে আর পাবে না
চলেই যাব দারুণ অভিমানে।
করুণ করে কাদলে তখন আর পাবে না
যে ফুলে অন্য ভ্রমর বসেছে; আমি তার কেউ না।
হৃদয় জুড়ে আকুল লতা
চুমুহীন ঠোটে স্বেতী জন্মাচ্ছে
আমিহীন অন্য ঠোট ছোয়ালে
পুড়েই যাবে তুমুল অভিসাপে।
খুব গভীরে দীর্ঘস্বাস হাপিয়ে গেলে
অথৈই চোখের জ্বলোশ্বাস কেমন করে রুখবে?
ভেবে দেখো- আমিহীন
একলা প্রহর কেমন করে কাটবে?
আর রবো না চায়ের কাপে
সকাল-দুপুর খুনসুটিতে,
রাত-বিরাতে হাত ফেরালে
শুন্য পাবে ভেতর জুড়ে;
কেমন মজা হবে?

আমার জন্য নয় তোমার জন্য বড্ড দুশ্চিন্তা হয়
আমায় ছেড়ে যাওয়ার পরে কেমনে রবে?

চাইলে খুজে দেখতে পারো
পেলেও পেতে পারো আমার মত
তবে, খুব সম্ভাবনা আছে ধোকায় পরবে;
সময় থাকতে সবক নাও
বুকের পথে এসো বিপথগামী হইয়ো না।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাজী-পোলা, কেমন আছেন? অনেকদিন পর আপনার কবিতায় এলাম। আপনি আমার প্রিয় কবিদের একজন।

এ কবিতা ভালো হয়েছে।

তবে, গঠনশৈলীতে আরেকটু মনোযোগী হোন।

সরল কথায়, সাবলীল গাঁথুনিতে একটা ৩+৩+৩=৯ লাইনের গান লিখুন। আমি সুর করবো। কঠিন লিরিক হলে কিন্তু পারবো না :( ঐ দক্ষতা আমার নাই।

শুভেচ্ছা।

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০০

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ, জ্বী ভালো আছি। আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য পেলে খুব ভালোলাগে। আপনার প্রতি মন্তব্য থেকে কিছু শিখতে পাই। বেশ গঠন মূলক মন্তব্য করেন আপনি। আপনার প্রিয় কবি? একটু বেশী হয়ে গেল না, এভাবে লজ্জা দিবেন না।

আসলে মাত্রা, ছন্দ তো বুঝি না। মাথায় কোন লেখা আসলে সেটা আবৃতি করার চেষ্টা করি, যদিও আবৃতিও পারি না। আমার আবৃতি করতে যেভাবে সহজ হয় সেই গঠনেই লেখাটাকে ফেলি। আসলে আমি তো কোন লেখক না। মাথার ভেতর যেমন আসে তেমন করেই লিখি ভুল বানানে, না লেখা পর্যন্ত মাথায় যন্ত্রণা হয়। লাইন গুলো ঘুরতে থাকে মাথার ভেতরে, অসহ্যকর।

৯ লাইনের গান? এইতো মুশকিলে ফেললেন। লেখবো বলে খাতা কলম নিয়ে বসে আজ পর্যন্ত কিছু লিখতে পারিনি। অহংকারের মত শোনালেও এটা সত্যি, আমি মূলত নিজেকে যন্ত্রণা থেকে নিজেকে মুক্তি দিতেই লিখি। চিন্তা করেন কয়েকটা লাইন, কিছু শব্দ সারাদিন-রাত মাথার ভেতরে ঘুরছে, কতটা বিরিক্তিকর!

লেখা অবশ্য একটা আছে, কিন্তু ৯ লাইনের অনেক বেশী। সরল কথাতেই লেখা, গাম্ভীর্য শব্দ আমি খুব বেশী জানি না। আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন ।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি আমার প্রিয় কবিদের একজন, লজ্জা কীসের? আপনার লেখার মান ভালো। লেখাগুলো যেন আধুনিক হয়। পুরান শব্দগুলো এড়িয়ে চলবেন।

কেন আপনার গঠন ভালো হতে হবে?

যে-কথাটা আমি বুঝি বা বলি, তা হয়ত আমার বাসার কুকিং স্টাফ বা ওয়ার্কিং স্টাফরাও বলতে পারে। একজ রিকশাওয়ালাও জ্ঞানের কথা বলতে পারেন। গ্রামে টিস-স্টলের সামনে বসা লেখাপড়া না জানা অনেক লোক আমার-আপনার চাইতে ভালো জ্ঞানের কথা বলেন। উনি যে ভাষায় ঐ কথাগুলো বলেন, আপনি যদি ঐ কথাগুলো ঐ ভাষাতেই বলেন, তাহলে আমার আর তার মধ্যে পার্থক্য কোথায়? মূল পার্থক্যটা সৃষ্টি হবে প্রকাশে। আপনার প্রকাশশৈলী তার চাইতে উন্নত ও ভিন্নতর হতে হবে। রবীন্দ্রনাথের সেরা কবিতাটাও যদি এখন আপনি নিজে লিখে ফেলেন, ওটার মূল্যায়ন হবে না। জসীমউদ্‌দীন, নজরুলের কবিতাও না। এমনকি, জীবনানন্দেরও এমন কিছু রচনাশৈলী আছে, যা বিগত হয়ে গেছে। কবিতাকে সবসময় আধুনিক হতে হবে, সর্বাগ্রে এবং মূলত গঠনে। আদিকালের কবিরা যা বলে গেছেন, আমরা ঘুরে ফিরে তাই বলছি, কিন্তু বলছি আমাদের সময়ের ভাষায়। আমি যদি সেই আদি যুগের কবিদের ভাষায়ই লিখতে থাকি, তাহলে কবিতার অগ্রায়নের বদলে কবিতাকে পেছনে নিয়ে গেলাম আর কী।

সব কবিতার সব লাইন পড়ার দরকার নাই। স্রেফ শিরোনাম দেখেই বোঝা যায়, এটা কবিতা হয়েছে কিনা। কিছু কবিতা সৌজন্যের খাতিরে পড়তে হয়, প্রশংসাও করতে হয়, লেভেল বুঝে।

আপনার এখানে এত কিছু লিখলাম, এটা আসলে একটা আর্টিকেলের ড্রাফটও করে ফেললাম, সূচনা।

আপনি লিখতে থাকুন। আপনার লেখা ও ভাববা সাবলীল।

গানটা লম্বা হয়ে থাকলে তো সমস্যা :) তবু দিন, ট্রাই করে দেখি। পারলে করবো, নইলে করবো না :(

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০০

পাজী-পোলা বলেছেন: কেউ কবি বললেই কেমন যেন উপহাসের মত শোনায়। আমার নিজের লেখা নিয়ে আমি যথেষ্ট খুশি, আনন্দিত না বলেই হয়তো।

চেষ্টা তো করি ভালো কিছু করার কিন্তু পারি না। আপনার মন্তব্য ভালো লাগে কারণ আপনি লেখার দোষ গুলো ধরিয়ে দেন।

"কিছু কবিতা সৌজন্যের খাতিরে পড়তে হয়, প্রশংসা ও করতে হয়" এইতো দ্বিধায় ফেললেন। আমার মনেহত যেসব লেখায় আপনার মন্তব্য পড়েছে সেগুলো কোন রকম উৎরে গেছে বাকীগুলো বাজে।

থাক ড্রাফট, লিখে ফেলুন সময় করে।

"আপনি লিখতে থাকুন। আপনার লেখা ও ভাবনা সাবলীল। " এই প্রসংশার জন্য ধন্যবাদ, সে সৌজন্যমূলক হলেও।

থাক, গানটা বাদ দিন।আমি আসলে খুবি অলস, অত গুলো শব্দ আবার টাইপ করা.....থাক।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৬

কালো যাদুকর বলেছেন: কবিতার শুরুটা চমৎকার হয়েছে ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.