নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
মুরগির কাছে পরামর্শ চাও
সে বলবে- মানুষের বিষ্টা অত্যন্ত সুস্বাদু,
মাছের কাছে জানতে চাও
সে বলবে- মুরগির বিষ্টা অতি সুস্বাদু;
মানুষকে জিঙ্গেস করলে
সে বলবে- মাছ, মুরগি দুটোয় সুস্বাদু।
ওদিকে যদি গরু, ছাগল কে প্রশ্ন করো
তারা বলবে- ঘাসময় জীবন
ঘাস ছাড়া উৎকৃষ্ট আছে কিছু!
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
উপমা দিয়ে রুচি বোঝানোর চেষ্টা করেছেন। লেখা বরাবরের মতোই সাবলীল। তবে, আইটেমগুলোর জন্য মনোযোগ দিয়ে পড়তে পারছি না, অবশ্য সেটা আমার সমস্যা