নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
জড়াতেই চেয়েছিলাম। গাঢ় হয়ে যত এটে বসলাম, বাধন ততই আলগা হয়ে গেলো। দূরে গেলেও ক্ষতি নেই, আমার গায়ে তার গায়ের গন্ধ লেগে রইলো।
চলে গেলে ছেড়ে যাব না, জড়িয়ে নিলে আকড়ে রবো। এও তো সুখ, গন্ধ মাখানো পাড়ায় প্রতিবেশী হব।
( পাড়ার চায়ের দোকানের মোড় দিয়ে যখন তোমার ছেলে/মেয়ে যাবে, লোকে আমাকেই বলবে "বাপ হওয়ার কথা ছিলো।")
রোজ তোমার খবর পাব। তোমার সংসারের সুবাস আমার ঘরে ভেসে আসবে। লোকে তখনও তোমাকেই ডেকে বলবে "যে বুকেই ঘুমাও, হৃদয় মাঝে আমারি আছো।"
পাওয়ার মাঝে সুখ আছে, মেনে নিলাম। না পাওয়ার মানেই যে দুঃখ, বললো কে?
তোমার বাড়ীর ছায়া রোজ আমার বাড়ী আসে। তুমি তো সর্বক্ষন আছো, আমায় জুড়ে।
তোমার গোবেচারা স্বামীটাকে দেখলে বড্ড তৃপ্তি হয়। আহ্লাদী ঐ ভূড়ি খানায় চোখ গেলেই বুঝি, তার ঠোট হাসে। "যে ঠোটে তুমি লেগে আছো। "
তার চোখের মাঝে যেই তোমাকে দেখেছি, বুঝেছি তুমি সুখে আছো। নিজের করে পাবার এই তো কারণ ছিলো। হাতের উপ হাত রেখে এই প্রতিসূতিই তো দেয়েছি।
সেই তোমার সুখেই কষ্ট পাব? এমন প্রেমিক ভাবলে কেন?
তুমি তো আমার হয়েই আছো, বাদল দিনের বৃষ্টি হয়ে। তোমার চালার পানি, আমার চালার পানি এক ড্রেনে মিশে। আলাদা করে দেখাও দেখি কেমন পারো। তোমার আমার এক সংসার, এক আকাশের নিচে। আমার তুমি তো কোথাও যাওনি, কেবল তোমার তুমি অন্য ঘরে।
তোমার ছায়ায় আমার ছায়া পড়ে, কেবল এই কৃপাতেই জীবন যাবত, তোমার রবো।
না পাওয়ার আক্ষেপ
ঠোটে আফসোসের সুর
আমার আমি একলা আমি
হারাবার এই তো সুখ।
পাওয়ার মাঝেও যন্ত্রণা আছে
দুঃখ-সুখের গল্প কাথায়
দীর্ঘ রাতের অনিদ্রা আছে
অভিযোগ, অনুযোগের তীক্ষ্ণতাও আছে;
না পাওয়ার এই তো গুন
চাওয়াটাকে অমুল্য রাখে।
২| ২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৮
অপ্সরা বলেছেন: এই কারনেই রবিঠাকুর লিখেছেন
তোমায় নতুন করে পাবো বলে হারাই বারেবারে...
২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:০২
পাজী-পোলা বলেছেন: এইজন্যই কিছু লিখতে ভয় করে, পৃথিবীর সব কথা তো বলা হয়ে গেছে।
৩| ২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:০৪
অপ্সরা বলেছেন: না না তোমার মত করে তো আর রবিঠাকুর বলেনি। তুমি তোমার মত বলবে ভাইয়ু।
তবে রবিঠাকুর আমাদের সকলের মনের কথাই জানতেন এই আর কি
২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১৪
পাজী-পোলা বলেছেন: আশ্চার্য লাগে এই ভেবে, মানুষ এত পড়তে পারতেন কীভাবে? মানছি অনূভুতি প্রকাশ যত সামান্য নয় কিন্তু অনূভুতি গুলো না জানলে প্রকাশ করতেন কীভাবে।
৪| ২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৬
অপ্সরা বলেছেন: যে কোনো লেখক বা কবি সত্যিকারে কিছু অনুভব না করলে কখনই লিখতে পারে না.....
৫| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৫
মিরোরডডল বলেছেন:
পাওয়ার মাঝে সুখ আছে, মেনে নিলাম। না পাওয়ার মানেই যে দুঃখ, বললো কে?
না পাওয়ার এই তো গুন
চাওয়াটাকে অমুল্য রাখে।
চমৎকার কথাগুলো ।
২৫ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:৩৩
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০২২ ভোর ৫:৫৭
মামুinসামু বলেছেন:
"আশা ও আনন্দের যে অপরূপ দিন
তার উল্টো পিঠেই দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী"