নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
ভাষা আসলো কোথা থেকে?
আগে তো মানুষ কথা বলতে পারত না।
শব্দ গুলো আসলো কোথা থেকে?
গোলাপের নাম গোলাপ পড়লো কেন?
কাঠাল হতে পারত।
ফুলেদের নাম সব ফলেদের হলে
আমরা কী রজনীগন্ধা আঙ্গুরের মত ছিড়ে ছিড়ে খেতাম?
প্রেমিকা কে বলতাম তুমি ভোগের মত সুন্দরী?
ফুল যদি মুদ্রা হত,
সেও কি টাকার মত নন্দিত ঘৃণিত হত?
মুদ্রাস্ফীতি, কালো বাজারি হত ভালোবাসা?
নিলামে উঠতো হৃদয়?
বন্ধকী হত বুক, ঋণখেলাপী প্রেমিক।
ফুল যদি মুদ্রা হত বাজার বসত প্রেমের?
শেয়ারবাজারে দর পতন ঘটতো প্রেমিকার?
২| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: এতো প্রশ্ন বড় কঠিন উত্তরে বিশ্বাসের সাথে পাঞ্জা লড়াই
৩| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
৪| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২৭
গেঁয়ো ভূত বলেছেন: দারুন ভাবনা!