নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

বলতে পারো?

১৩ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৫

বলতে পারো
মেঘের ওজন কত
কত জল রাখছে ধরে?
বলতে পারো
আকাশ এত নীলছে কেন
এত ব্যাথা কোথায় পেল?
অবাধ বিশাল অসীম শূন্যে
কত মেঘ রাখছে বুকে?
বলতে পারো
আমার চোখ গহীন কত
কত অশ্রু জমা আছে?
বলতে পারো
হৃদয় মাঝে ক্ষত কত
কত ব্যাথা যায় দাগিয়ে?

বলতে পারো
গাছের শিখর উচ্চ কত
কত পাখির আবাস ভূমি?
আমার বুকে সহস্র নারী
তবুও কেন বিরান জমি?
বলতে পারো
পথটা জুড়ে পথিক কত
আমার তবুও অপেক্ষা কেন?
শহর জুড়ে হাজার মানুষ
আমার তবুও একটি মুখের তড়াস কেন?
বলতে পারো
তোমার আমার দূরত্ব কত
ছায়ার সঙ্গ এমন নিঃস্ব কেন?

বলতে পারো
সাগর অথৈই কাদছে কেন
ঝঞ্জা এমন ঘূর্ণি কেন
তুলকালামের লন্ড কেন?
শব্দ জুড়ে বিষের বাণ
কাব্য আমার এত ক্ষীপ্ত কেন?
বলতে পারো
শান্ত শীতল জলের চোখে
এমন নিনাদ উঠছে কেন?

বলতে পারো
কোকিল অমন আর্তনাদে
কুহু স্বরে ডাকছে কাকে?
নদী এমন ছুটছে কেন
সাগর পাণে অথৈই টানে?
বলতে পারো
শরীর জুড়ে ব্যাথার দহন
জাগছে আমার কোন বিরহে?
বলতে পারো?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.