নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
শেষ সিগারেট জ্বালিয়ে দিয়েছি
পুড়ে যাচ্ছে বুকের বিষাক্ততা
শুষে নিচ্ছি নিকোটিনের শেষ বিন্দু;
হৃদয়ে এক বিশ্বাস ঘাতক নারীর বসবাস
মূলত তাকেই হত্যা করবার আপ্রাণ ব্যার্থ প্রয়াস।
শেষ সিগারেট জ্বালিয়ে দিয়েছি
পকেট শূন্য, আগামীকালের অনিশ্চিত ভবিষ্যৎ
সংসারের ভার বেড়েছে বৃদ্ধ পিতার কাধে
অতিমারি দ্রব্যমূল্যের উর্ধগতি চিবিয়ে খাচ্ছে পাজর,
অযোগ্য সন্তানের কালিমা মাথায় নিয়ে
ঘাড় গুজে বাড়ি ফিরেন বাবা
চোখ রাখেন নখ দর্পনে।
চারপাশে কী চাকচিক্য
বাজার জুড়ে প্রসাধনী পণ্যের রসবতী বিঙ্গাপন
যৌন বর্ধক বিঙ্গাপনে ছেয়ে আছে শহরের প্রতিটি দেয়াল
পুঁজিবাদের বেশামাল ইস্তেহার।
ক্ষমতা পেলে গেলে যেমন বেসামরিক প্রেমিকাও
সামরিক শাষণে হয়ে ওঠে স্বৈর বাদী।
শাড়ির আঁচলে চাপা দিয়ে ছেড়া মুখ ঢাকেন মা
ব্যাগ ভর্তি কিনে আনা দু:খ চাড়িয়ে দেন ক্ষুধার উননে।
"মহান দারিদ্রতার" আস্বাদ গলায় বিঁধে
কেশে ওঠেন বাবা, বুক চাপা দেন মা, মুখ ঢাকি আমি।
মূলত আমার অস্তিত্বটাই সম্পূর্ণ ফাকি
এই যে জন্ম, এর কি খুব প্রয়োজন ছিলো?
কোন এক কাল রাত্রিতে পিতার দূরভিসন্ধিতেই আমার জন্ম।
যেমন জন্ম, ইশ্বরের খাম খেয়ালি খুশিতে আযাযিলের।
শেষ সিগারেট নি:শেষ হয়ে যাচ্ছে
ক্ষয়ে যাচ্ছে জীবন।
ব্যার্থতার হাড় - মাংস গুলো
বুকের সিন্দুকে তুলে রাখছি
যার যা পুঁজি।
Success is a metaphor.
শেষ সিগারেট ফুরিয়ে যাচ্ছে
সিলিং থেকে ঝুলছে উদ্দেশ্য প্রণোদিত একটি রশি।
২| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'বেসামরিক প্রেমিকা' কথাটা দারুণ লাগলো।
অনেক বানান ভুল, তবে 'বিজ্ঞাপন' বানানটা বেশি চোখে ঠেকলো।
কোনো এক দারিদ্র্যপীড়িত যুবকের গল্প নিয়ে এ কবিতা - তাই ধরে নিলাম।
সাবলীল লেখা।
০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:০৫
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ ভাই। আমি কোন লেখা লিখেই আপনার কমেন্টের অপেক্ষা করি।
বানান ভুল তো আমার আগে থেকেই, এবার অনেক চেষ্টা করেছি তবুও ঠিক করতে পারিনি। ফোনে অভ্রতে লিখেছি, অনেক চেষ্টা করেও 'বিজ্ঞাপন' বানানটা নিয়ে আসতে পারিনি।
সেই দারিদ্র্যপীড়িত যুবকটা ধরেনেন আমিই।
৩| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
দরিদ্ররা শুধু রশিতেই ঝুলে, অন্য কোনো পন্থা চোখে পড়ে না।