নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

অবক্ষয়

১৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

আজ বাজার থেকে স্বাধ করে
বেছে বেছে পঁচা মাছ কিনেছি,
দামটা বেশ চড়া পড়েছে
মানিব্যাগ ধসে গেছে, পকেট খসে গেছে
বোটকা গন্ধ এসে লেগেছে নাকে;
পাকস্থলী মুষড়ে উঠেছে
নাড়ি-ভুঁড়ি ঠেলে বেড়িয়ে আসতে চেয়েছে
বমিও করে দিছি দু'বার
গন্ধে পেট ফুলে ঢোপ হয়ে গেছে।
তবুও নাক, মুখ কুঁচকে কেটেছি, ধুয়েছি
তেল, পেঁয়াজ, লবণ, মরিচ, মশলা দিয়ে
কষিয়ে কষিয়ে রেধেছি, বেড়েছি
তুলে নিয়েছি গরম পাতে
পুড়ে দিয়েছি মুখের ভিতরে।
বিদ্রোহ করে উঠেছে জিহ্বা
ঠেলে বেড়িয়ে আসতে চেয়েছে সবটা
কিন্তু আমি নষ্ট করিনি একটি ও কাঁটা
চিবিয়ে চিবিয়ে খেয়েছি পুরোটা।
কেন খাব না?
পঁচে যাওয়া বুক, হৃদয়, প্রেম, ধর্ম, মানবতা
পাপাচার নাস্তিকতা, বেল্লাপনা নারীবাদীতা
সব তো গো গ্রাসে গিলচ্ছি
গিলে খাচ্ছি কলঙ্কিত চাঁদ, জ্যোৎস্না।
নষ্ট ফুল, ফুলের মধু যেমন খায় ভ্রমরা
তেমন করেই খাচ্ছি বিবেক, বোধ, ক্ষমতার নাসকতা
বুদ্ধিজীবির ছিলানিপনা, সিংহাসনের প্রবঞ্চনা, বেশ্যার জেল্লা
আস্তাকুঁড়ে ভাগাড়ে খুঁজছি তৃপ্তি।

গাঙ্গুলি মশাই দেখি মুখ ভর্তি হাসি নিয়ে
থলে ভর্তি মাংস কিনে ফিরছে।
আমি জিঙ্গেস করলাম-
কী হে গাংগুলি বাবু, মাংস কিনে ফিরলেন?
গাঙ্গুলি বাবু ঠোঁটের হাসি প্রশস্ত করে বললেন-
কচি পাঁঠার বুক থেকে খুবলে এনেছি, যা দাম পড়েছে
পঁচনের এত বাজার দর, সাধ থাকলেও সাধ্যে কুলায় না।
আমি দেখলাম মাংস জুড়ে গিজগিজ করছে কালো কালো পোকা
বমি করতে গিয়ে আটকে গেলাম
পঁচা মূল্যবোধের বাজারে পঁচনই উৎকৃষ্ট পন্থা।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০৬

অর্ঘ্যদীপ চক্রবর্তী বলেছেন: ভালো বেশ।

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৭

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

২| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৭

মিরোরডডল বলেছেন:



বুঝতে পারছিনা কি লিখবো।
কিছুটা স্পিচলেস!!!
পাজী হলেও লেখে ভালো।



১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ২:০১

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ ভাই। ভালোবাসা নিবেন।

৩| ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৫৯

স্মৃতিভুক বলেছেন: বড্ড বেশি ভালো লিখেছেন, পাজি পোলা। যে বার্তা আপনি দেয়ার চেষ্টা করেছেন, আমি নিশ্চিত তা আমাদের অনুর্বর মস্তিষ্কে কখনোই পৌঁছাবে না। আর যদি ভুলক্রমে পৌঁছায়ও, গা ঝাড়া দিয়ে ফেলে দেব । দুর্গন্ধে বসবাস আমাদের, সুগন্ধ কেন সহ্য হবে বলুন!

ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা কবিতা আমাদের পড়ার সুযোগ করে দেয়ার জন্য

১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ২:০২

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ ভাই। ভালোবাসা নিবেন।

৪| ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ২:০৮

স্মৃতিভুক বলেছেন: না, আপনাকে ধন্যবাদ।

আপনার আরো বেশ কয়েকটা পোস্ট পড়ে আসলাম, খুবই লজিক্যাল আপনার লেখার স্টাইল, মন্তব্য এবং প্রতিমন্তব্য। আশাকরি নিয়মিত লিখে যাবেন।

১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:২২

পাজী-পোলা বলেছেন: ভালাবাসা নিবেন ভাই। আপনার মন্তব্যে খুবি প্রীত হলাম। চেষ্টা করি যতটুকু সাধ্য আছে, বাকীটা আপনাদের উপর। আপনাদের ভালো লাগলে ভাল, না লাগলে আরও ভালো।

৫| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.