নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
পৃথিবীর সব অভিসাপ আমি নিলাম
সব অবিশ্বাস, দূষিত নিশ্বাস
সকল নির্মমতা, রূঢ়তা
বেদনার তপ্ত প্রান্তর, বিষাদ পূর্ণ রাত
নির্ঘুম পুড়ে যাওয়া কেবল আমারি হোক
আমার হোক সব বঞ্চনা, অবহেলা।
কালের কালিমা আমার বুকেই বাধুক বাসা
পৃথিবীর সব অভিশাপ আমি নিলাম।
দু:খের দ্রারিদ্রতা, কষ্টের তীব্রতা
আমার ঘরেই নামুক সকল চাওয়ার না পাওয়া।
পৃথিবীর সব অভিশাপ আমি নিলাম
যা কিছু সুখকর, মঙ্গলময় তোমাদের হোক
তোমাদেরই হোক সকল প্রেম, ভালোবাসা।
পৃথিবীর সব অভিশাপ আমি নিলাম
তবুও তোমরা ভালো থেকো।
ভালো থেকো হে কলঙ্কিত চাঁদ
নিশুতি রাত ভালো থেকো।
ভালো থেকে সন্ধ্যা তারা
আপনজনেরা ভালো থেকো।
ভালো থেকো পর, নিন্দুকের বর ভালো থেকো।
ভালো থেকো কবিতা, অযাচিত শব্দরা
বিশ্বাস ঘাতিনি প্রেমিকারা ভালো থেকো।
ভালো থেকে রোদেলা আকাশ
বৃষ্টি বিলাশ ভালো থাকো।
ভালো থেকো ফুল পাখি লতা পাতা
ভালো থাক তোমাদের শঠতা, প্রবঞ্চনা।
পৃথিবীর সব অভিশাপ আমিই নিলাম
তবুও তোমারা ভালো থেকো,
হে ছেড়ে যাওয়া হাত তুমিও ভালো থেকো।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।