|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 পাজী-পোলা
পাজী-পোলা
	চেষ্টাই আছি........
চলো প্রেম করি
যুদ্ধের দাবানলের এই পৃথিবীতে
ফুলের চাষ করি,
ঘৃণা ফেলে চলো ভুলের চাষ করি।
বোমারু চুম্বনে ভেঙ্গে যাক  দ্বিধার ব্যারিকেড
কাঁটাতারের সুরক্ষা থিতিয়ে পরুক
চলো শরীরে শরীর খুঁজি।
সর্ঘষ ছেড়ে চলো সংগঠিত হই
জোড়া ঠোঁটে ঐক্যজোট গড়ি
চলো প্রেম করি।
 
ছেড়ে দেই বিশুদ্ধ প্রেমের নিউক্লিয়ার
বিকলাঙ্গ হয়ে যাক যুদ্ধ জাহাজ
পদাতিক পদধ্বনিতে বেজে উঠুক রবীন্দ্র সংগীত
সৈনিকরা সব ঘরে ফিরে যাক।
চিতায় অংকুর হোক গোলাপের চারা
এই বিস্তীর্ণ শ্মশানে চলো গোলাপের চাষ করি
চলো ভুল করি, চলো প্রেম করি।
 ৭ টি
    	৭ টি    	 +১/-০
    	+১/-০  ০১ লা আগস্ট, ২০২৩  দুপুর ১২:০৪
০১ লা আগস্ট, ২০২৩  দুপুর ১২:০৪
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ ।
২|  ০১ লা আগস্ট, ২০২৩  সকাল ১০:১২
০১ লা আগস্ট, ২০২৩  সকাল ১০:১২
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক----------
  ০১ লা আগস্ট, ২০২৩  দুপুর ১২:০৫
০১ লা আগস্ট, ২০২৩  দুপুর ১২:০৫
পাজী-পোলা বলেছেন: 
৩|  ০১ লা আগস্ট, ২০২৩  সকাল ১০:৩৭
০১ লা আগস্ট, ২০২৩  সকাল ১০:৩৭
শাওন আহমাদ বলেছেন: পোলা পাজি কিন্তু লিখেছেন হ্যাবিব।  
  ০১ লা আগস্ট, ২০২৩  দুপুর ১২:১৮
০১ লা আগস্ট, ২০২৩  দুপুর ১২:১৮
পাজী-পোলা বলেছেন: হ্যাবিব অর্থ কী?  
৪|  ০১ লা আগস্ট, ২০২৩  দুপুর ১২:৩৫
০১ লা আগস্ট, ২০২৩  দুপুর ১২:৩৫
শাওন আহমাদ বলেছেন: হ্যাব্বি, হ্যাভি, Heavy  
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২৩  সকাল ৯:৫৬
০১ লা আগস্ট, ২০২৩  সকাল ৯:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ ! দুর্দান্ত একটি কবিতা।+++