নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

অপদার্থ

০৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

কত মানুষের কত কী হয়;
মানুষ গুলোর দামী গাড়ী, দামী বাড়ী।
সুন্দরী নারী; আহ্লাদী সংসারী
আংগুল ফুলে কলা গাছ।
যে সামান্য চাকরী করে তার ঘরেও
দুবেলা অহংকারী ভুরি ভোজ,
আমারি কেবল কিচ্ছু হয় না।

আমার কিচ্ছু হল না
চাঁদে তিন হাত মাটিও কিনতে পারলাম না।
আমি কোন সাহসে এগোবো তোমার দিকে?

কত মানুষের কত কী হয়;
মানুষ গুলোর চাকায় পিষে জীবন ক্ষয়।
মানুষ গুলো রোগে মরে, শোকে মরে
বাসের চাপায় মরে, নিতান্ত অনাহারেও মরে
মরে মুক্তি খোঁজে।
শালার আমারি কেবল কিচ্ছু হয় না।
এমন কপাল করে জন্মেছি
জীবন-মৃত্যু কেউ আসে না।
দীর্ঘনিস্বাশের গারদে পুড়া মরনের মুক্তিও মিলে না।

আমি একটা অপদার্থ
না আছে জ্ঞানের ভর
না পেরেছি কোন হৃদয় দখল করতে।
ক্ষমতাসীনের বল প্রয়োগে
বাধাও প্রদান করতে পারি না।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:১৫

শায়মা বলেছেন: তোমার সব হবে ভাইয়া।

কবিতার উল্টোটা হবে। সব হবে। আদা জল খেয়ে লাগলে হয় না এমন কিছুই নেই। :)

০৬ ই আগস্ট, ২০২৩ রাত ২:২১

পাজী-পোলা বলেছেন: সবার সব কিছু হয় না। আদা জল কেন নিম তিতা খেয়ে লাগলেও কিছু হয় না। পৃথিবীতে সফলতার গল্পের চেয়ে ব্যার্থতার গল্প বেশী। আমরা ব্যার্থতার গল্প শুনতে চাইনা বলেই সফলতার গল্প এত ছড়ায়।

"কপাল দেয়ালে ঠুকলে কপাল যথেষ্টই ফুলে, খোলে না।" -কাজী নজরুল ইসলাম

২| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১:৫৩

আহমেদ জী এস বলেছেন: পাজী-পোলা,




আপনার কিছু হলো না কেন ? সব "পাজী-পোলা"রাই তো দেশটাকে পকেটে নিয়ে ঘুরছে - গাড়ী,বাড়ী, সুন্দরী নারী, হাট-বাজার, ব্যাংক-বীমা সবই তাদের দখলে; ভালো লোকেরা তা পেরেছে? :((
আপনারও সব হবে, "পাজী-পোলা" বলে কথা!!!!!!!!! :P

কবিতার মর্ম মনে হয় অনেকেরই মনের কথা।

০৬ ই আগস্ট, ২০২৩ রাত ২:১৬

পাজী-পোলা বলেছেন: আমার কিছু হল না কারণ আমি ঐসব পাজী পোলার কাছেই পাজী। কথায় আছে না? উচিত কথা কইলে দোস্ত বেজার। আমার দোস্তরা বেজার, তাই আমার আর কিছু হল না।

৩| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.