নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

খবর তো পাচ্ছো?

০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৮

খবর তো পাচ্ছো
এখন রোজ নিয়ম করে খাই
ঘুমাই, অফিস যাই ঠিকমত।
যাপিত জীবনের নিয়ম মানছি।
সাংসারিক অবজ্ঞাও কমে এসেছে
অভিযোগ, অনুযোগ, অভিমান আর কারো নেই।
এই যে অষ্ট প্রহর ওষ্ঠ জুড়ে
আচ্ছাদিত হচ্ছে প্রসস্থ হাসি
পূবাল হাওয়া ঠিক
সে খবর তোমার কাছে পৌছে দিচ্ছে।

খবর আমিও পাচ্ছি
তুমি পুরো দস্তুর সাংসারিক হয়ে উঠেছো।
যে তুমি একজন পূর্ণ বয়স্ক যুবকের ভাষা বুঝতে না
সেই তুমি সন্তানের আধোবল ঠিক বুঝে নিচ্ছো।
দরকারে-অদরকারে বিলিয়ে দিচ্ছো নিজেকে
অন্যকারো আবদারে, মিটিয়ে দিচ্ছো।
বেশ গুছিয়ে নিয়েছো।
উড়নচণ্ডী মেঘের কাছে
সে খবর নিয়ম করেই রাখছি।

খবর তো দু'জনেই পাচ্ছি
আমি ভালো আছি
তুমিও সুখে আছো।
প্রেম প্রতিজ্ঞার সকল প্রতিশ্রুতি অমান্য করে
কী নির্লিপ্ত নির্লজ্জতায় দু'জনেই বেঁচে আছি,
বুকের মধ্যে সৃতির গহীন সুড়ঙ্গ নিয়ে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০৭

মুরসালিন সানি বলেছেন: দারুণ

০৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৭

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন ।

২| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লখেছেন।

৩| ০৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৩

অক্পটে বলেছেন: হাজারো মানুষের জীবনের না বলা কথা দিয়ে সাজানো একখানা মহাকাব্য! সত্যি সুন্দর!!

০৭ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার মন্তব্যে আমি আপ্লুত। যদিও এ ধরনের মন্তব্য পেলে মনেহয় উপহাস করছে। তবুও আপনাকে ধন্যবাদ। ভালোবাসা নিবেন। ❤️

৪| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:১২

অক্পটে বলেছেন: প্রতিসূতি = প্রতিশ্রুতি

:)

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:২০

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ ভাই। এই বানান ভুলের কারণে প্রচুর সমস্যা হয়। এমনিতেই লেখায় কোন মাহাত্ম্য নাই, তারপরও বানান ভুলের কারণে আরও গ্রহণ যোগত্যা হারায়।

৫| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩০

অক্পটে বলেছেন: না মোটেই গ্রহণযোগ্যতা হারায় না। শব্দটি আপনিই চয়েজ করেছেন, তাই বলে শব্দটিতো আর ভুল নয়। টাইপো, লেখায় বানান ভুল এটা হতেই পারে, মানুষ তো! আর মাহাত্ন নেই বলছেন কেন। অনেক ভালো লিখেন আপনি, সবার চেয়ে আলাদা। জীবন থেকে নেয়া, জীবনেরই কথা সমূহ।

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৫২

পাজী-পোলা বলেছেন: যার জন্য লিখি তার কাছে তো কোন দাম নাই। সে তো ফিরেও দেখে না। :(

তাছাড়া সবাই তো এটাই বলতো, লেখাটা মোটামুটি ছিলো কিন্তু বানান ভুলের কারণে আর পড়া গেল না। বানানে বিরক্ত হয়ে এখন হয়তো তারা আর পড়েই না। তাদের তো কোন মন্তব্য পাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.