নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

আমি অসুস্থ হয়ে পড়ি, তোমার বিদায়ে

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

আমার শীরর খারাপ করছে
আমি অসুস্থ হয়ে পরছি,
তীব্র ঘাম হচ্ছে
পায়ের তলায় মাটি ফেটে যাচ্ছে।

যতই তুমি যাচ্ছো দূরে-
তোমার পদে পদে
আমার বুকে যন্ত্রণা হচ্ছে
নিশ্বাস ফুরিয়ে আসছে।
তোমার দূরত্বে-
আমার অসুখ করছে।

আমি তুমির ব্যাবধান যত বাড়ছে
শ্বাস ততই ফুলছে,
তুমি এমনি নিষ্ঠুর
তারওপর আবার রিক্সা ডাকছো।
আরও একটা সপ্তাহ, ৭ টা দিন, অজস্র প্রহর
তোমায় না দেখে থাকতে হবে
ভেবে- আমার দৃষ্টি ক্ষয়ে যাচ্ছে।

যত বারই তুমি যাও চলে
আমি এমনি কষ্ট ভোগ করি
তোমার অলক্ষ্যে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

বাকপ্রবাস বলেছেন: হেতি কোনায় যায়?

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৫

পাজী-পোলা বলেছেন: বাড়ির মিহি যায়। বিয়া অয় নায়। প্রেরেম করবার আচ্চিলো। মনের মানষের লগে দেখা কইরা, অহন বাত্তে যায়।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: রোমান্টিক কবিতা ‌।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১২

সাহাদাত উদরাজী বলেছেন: আহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.