নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

ধাঁধা

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮

তোমার মামা আমার মামা
মামা বাবা, দাদার
মামা হলেই জগৎ আলো
মামা ছাড়া সকল আঁধার।
মামা হলেই নারী বশে
মামা থাকলে নরও,
মামার জন্যই লড়ছে মানুষ
মারছে মানুষ মারো।
মামা হলেন পটের রাণী
থাকলে পকেট বোঝায়
বাড়বে তোমার কদর
আরে বাড়বে আদর জামাই।

কোন সে মামা বলোতো দেখি
বলতে তুমি পারো?
থাকলে জবাব তোমার কাছে
এমন ধাঁধার উওর দিও।

তোমার চাচা আমার চাচা
চাচা প্রিয় সবার,
চাকরি পেতে গেলেই শুনি
মামার সাথে চাচার ও দরকার।
কোন সে চাচা বলোতো শুনি
খোকন সোনা, বলতে তুমি পারো?
চাকরি তোমার হবেই নিশ্চিত
চাচার সন্ধান করো।

তোমার ভাই, আমার ভাই
ভাই মোদের সবার
ভাইয়ের দয়ায় পারছে খেতে
পদ'ল চাটা চোষায়।
ভাই-ই তাদের সকল কিছু
ভাই-ই বাবা মা
ভাই হলেন তাদের প্রিয়
স্বপ্ন ছোবার নেতা।
কোন সে ভাই বলোতো দেখি
ভাই সে কোন মায়ের?
ভাইয়ের জন্য জীবন বাজী
থাকলে পদ ভাইয়ের।

মাতৃ যুগল ধাত্রী হলেন
স্বার্থক জনম মাতার
একনিষ্ঠ ভক্ত ভীষণ
দুই মায়ের সন্তান।
লড়ছে মায়ে গদির তরে
পড়ছে ছেলের লাশ
লাশের উপর বসেই মাতা
খেলছে নীতির রাজ।
কোন সে মা বলোতো দেখি
বলতে তুমি পারো?
ঘটে যদি মগজ থাকে
এমন ধাঁধার উত্তর দিও।

থাকলে এমন ফুপা-ফুপু
থাকলে খালু-খালা
বেহস্ত তোমার সর্ব সুখ
দেশের তুমি রাজা।
কোন সে দেশ বলোতো দেখি
বলতে তুমি পারো?
থাকলে জবাব তোমার কাছে
এমন ধাঁধার উত্তর দিও।

উত্তর:
ধাঁধার খেলা মজার খেলা
বলা সব-ই যায়,
বলতে গেলেই ওষ্ঠ চাপে
৫৭' এর ধারায়।
কেমন করে বলবো বলো
ধাধা নয়তো এ সরল কোন,
জবাব দিয়ে খাব নাকি
ডিবির হোটেল ভাতও!

তারচেয়ে ভাই মেনেই নিই
সহজ সোজা মনে
আস্ত গরু, গাধা আমি
মগজ নাই মোর ঘটে।
এমন ধাঁধার উত্তর কী আর
আমজনতার সাজে!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.