নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

তোমাকেও খাবো

১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৮

ভাবছি- কুমির খাব
কুমিরের লেজের মচমচে ভাজা, চোয়ালের সুপ
আস্ত কুমিরের বারবিকিউ।
কুমিরের হাড়ের দাম জানা নেই
বীরত্বের প্রতীক হয়ে রইবে ইতিহাসে,
মাছের কাঁটায় বীরত্ব নেই।

বিশ্ববিদ্যালয়ের খামারে ধূত শেয়াল তো
কষাণি হয়ে উঠেছে অনেক আগে
কুকুর গুলো মিশে গেছে বিরিয়ানিতে,
ভাবছি এবার শকুন খাব
মৃত লাশ সেজে ফাঁদ পেতে রবো
ঠুকর দিতে এলেই টুটি চেপে ধরবো
আস্ত শকুনের গ্রিল খাব।

সাপের বিষের মন্ত্র জানি
সর্প খেলায় আমি অভিসপ্ত
অজস্রবার দংশনে মরি
তবুও এক আস্ত নাগিন সঙ্গে রাখি,
কুরমুরিয়ে সেই বিষধর সাপ ও খাব
ঝলসে খাব গিরগিটি।

সব খেয়ে আমি পিশাচ হয়ে উঠলে
বেড়ে যাবে আমার সর্বগ্রাসি রাক্ষুসে ক্ষুধা,
দেখে নিও ক্ষমতা- একদিন তোমায় খাব।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: ঠিক কইছেন জিহারে মাছ মাংস দাম বাড়ছে
এছাড়া ত উপায় নেই----------------

২| ১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: শকুনের গ্রীল কেমন যে হবে। শকুন খাওয়া হারাম ।

১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৪

পাজী-পোলা বলেছেন: চিংড়ি খাওয়া হারাম, না হালাল? সুদ খাওয়া হালাল, না হারাম? জীবন বাঁচানো ফরজ।

৩| ১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২৩

বাকপ্রবাস বলেছেন: দারুণ

১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৪

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ক্ষমতাধররা এভাবেই খায়। কিচ্ছু বাদ রাখে না।

১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৫

পাজী-পোলা বলেছেন: আমরাও খাব, খেতে খেতে সাহস বাড়লে একদিন ক্ষমতাকেও খাব।

৫| ১৫ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: দারুণ লিখেছেন। অবস্থা এমনই দাঁড়িয়েছে যে, "খাবো খাবো দুনিয়া খাবো" অবস্থা।

৬| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১৯

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.