নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

অর্থের প্রাচুর্য ছাড়া তোমার জন্য আর কী গড়বো বলো?

১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪২

অর্থের প্রাচুর্য ছাড়া তোমার জন্য আর কী গড়বো বলো
হৃদয়ের প্রাচুর্যতা তো আছে ভরপুর, সে দিয়ে কী হয়?
এই বাজারে দু'বেলা ডাল ভাত জুটাতেও পকেটে পয়সা লাগে
ক্ষুদার্ত পেটে প্রেম জাগে না, নিশিরাতে ঝড়ে পড়া কাম
কিংবা দক্ষিণা হাওয়ায় পেট ভড়ে না।

স্বপের সিঁড়িতে পয়সা লাগে না
স্বপ্নের সিঁড়ি বেয়ে তোমাকে স্বর্গে নিয়ে যেতে পারি
কিন্তু সেখানে কী পাবে?
মাথার উপরে স্বল্প ছাদ, যেখানে দীর্ঘ নিশ্বাস ও হাপিয়ে ওঠে
সেখানে ও ইট, বালি, রড, সিমেন্ট, অর্থাৎ অর্থের কারবার।
অর্থের প্রাচুর্য ছাড়া তোমার জন্য আর কী গড়বো বলো।

ভালোবাসার যে নির্দশন, বিরহ সৃতীর শৈল্পিক সৃষ্টি
সেখানেও কারি কারি অর্থ,
তোমার খোপায় পরাবো বলে ঝড়ে পড়া ফুলও কিনতে হয় নগদ অর্থ দিয়ে
অর্থের প্রাচুর্য ছাড়া তোমার জন্য আর কী গড়বো বলো?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৭

বাকপ্রবাস বলেছেন: বেগম পাড়ায় বাড়ি ছাড়া কিচ্ছু চাইনা আর
স্যাংশনটা না খেলেই দারুণ জীবন পার

২| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.