নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

বিএনপি কি বেগম জিয়ার মৃত্যুর জন্য অপেক্ষা করছে?

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩২

এদেশে জ্বালাও পুড়াও ছাড়া আন্দোলন হয়নি কখনো। বাস পুড়ানো ছিলো কমন বিষয়। অন্তত আমি জন্মের পর থেকে সেটাই দেখেছি। একটা উদাহরণ দেই, একটা ছোট্ট বাচ্চা তার খেলনা গাড়ি আছাড় দিয়ে ফেলছিলো আর বলছিলো হরতাল হরতাল। তখনকার বাচ্চারাও জানতো হরতাল মানেই গাড়ি ভাংচুর। বিএনপি এখনো সেই আন্দোলনে যায়নি, বেগম জিয়া অসুস্থ বিধায় হয়তো আর মুরগীর রোষ্ট হয় নাই।

বিএনপি বলছে সরকার তাদের মাঠে নামতে দিচ্ছে না। দমন-পীড়নে তাদের সহস্র নেতা নিখোঁজ হয়েছে। বিএনপি কি বলার চেষ্টা করছে শেখ হাসিনা গণহত্যা করেছে? শাপলা চত্বর নিয়ে তো এমনি ধারণা পাই। তবে কবে কোন সরকারের সময় বিরোধীদলের উপর দমন-পীড়ন হয়নি? শামীম উসমান যে বলছে তার গরুর দুধের বাট কেটে দেওয়া হয়েছিলো, মিথ্যা বলছে?

বিএনপি ঠিক কোন ঈদের জন্য অপেক্ষা করছে? বেগম জিয়াকে চিকিৎসার জন্য বাহিরে যেতে দেওয়া হচ্ছে না। গগণতন্ত্রের মায়ের এমন অসহায় মৃত্যুতে তারা মরার মত চুপ। তবে কি তারা বেগম জিয়ার মৃত্যুর জন্য অপেক্ষা করছে? ওঁত পেতে আছে ধূত শেয়ালের মত, বেগম জিয়ার মৃত্যুই হবে তাদের আন্দোলনের উপলক্ষ ও অস্ত্র? বসে বসে প্রহর গুনছে সেই মাহেন্দ্রক্ষণের?

আমার তা মনেহয় না, বিএনপির কোমড়টাই নেই। তারেক জিয়ার মত বিএনপির ও মেরুদণ্ড ভাঙ্গা।

একজন নেত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নেতারা শোকাহত হবেন।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৫

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: বিম্পি ঘুরে দাড়াতে পারবে না, শিরদার নাই তাদের।

২| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৫৮

নিমো বলেছেন: বেগম জিয়ার মৃত্যু ঘটে গেছে, এখন তার লাশ নিয়ে রাজনীতি করে জাতীয়তাবাদীরা ক্ষমতায় যেয়ে লুটপাটের ধান্ধার চেষ্টায় রত। যদিও ব্লগের মডু সাহেব কুমিরের কান্নাকাটি করে দাবি করেছেন উনি নাকি অমর হবেন! যাই হোক সেই পোস্ট পড়ে অনেকক্ষন হেসেছিলাম।

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৩

পাজী-পোলা বলেছেন: অমর তো বিদিশাও হবে, এরশাদের বায়োপিক করছে। অমর হওয়া বিষয় না, কোন কারণে অমর হবে সেটাই বিষয়।

৩| ২৪ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:২৬

রানার ব্লগ বলেছেন: খোদ তারেল চোর চায় না তার মাতা সুস্থ্য হয়ে ফিরে আসুক। কিছুদিন আগে বিএনপির জনসভায় বেগম জিয়া এবং জিয়ার নামে।স্লগান উঠেছিলো এতেই চোরায় মাইন্ড করছে কেনো তার নাম নেয়। কি নির্লজ্জ। বাপ মায়ের নাম পাব্লিক গর্ব ভরে নিচ্ছে এতে উহার মন ভরে না চোরার নাম নিতে হবে। সালার দেশ। চোর বাটপারের ভরে গেছে। আম জনতার উচত হবে ফ্যাতরার চরে গিয়ে নতুন আবাস গড়া। চোর চোট্টার সাথে আম জনতার খাপ খাচ্ছে না।

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৬

পাজী-পোলা বলেছেন: কিছু লোক অপেক্ষায় আছে, ভাবটা এমন বিএনপি মসিহা হয়ে ক্ষমতায় বসবে আর দেশের মানুষের সব দু:খ শেষ হয়ে যাবে।

৪| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: যে কোন দলের জন্য শক্তিশালী নেতৃত্ব দরকার। বিএনপি তে এমন কোন নেতৃত্ব নাই। আর একজন নেতা থাকতে হবে যার ইশারায় যে কোন কাজ হবে। এই গুনের কারণে ভারতের ধর্মীয় মৌলবাদী মোদী ক্ষমতায় টিকে আছে। বিএনপির মূল নেতা কে এটা কেউ জানে না।

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০০

পাজী-পোলা বলেছেন: আমি তো এটাই বলতেছি, নেতা ছাড়া দল টিকে কেমনে? বিএনপি যে চাচ্ছে জনগণ আন্দোলন করে তাদের ক্ষমতায় বসবে, সেই জনগণকে রাস্তায় নামানোর মত নেতার প্রয়োজন। ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখলে হবে? এসিতে ঘুমিয়ে গায়েবি বয়ান দিয়ে রাস্তায় লোক নামানো যায়ম?

৫| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৩০

শেরজা তপন বলেছেন:
*শিরোনামে বেগমের স্থলে 'বেগন' হয়েছে।
বেগম খালেদা জিয়া মনে হচ্ছে ধুকে ধুকে আরো কয়েক দশক বেঁচে থাকবে :)

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৩

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। শিরোনাম ঠিক করে নিয়েছি।

সেটাই মনে হচ্ছে, বিএনপি ও সেই অপেক্ষায় বসে থাকবে।

৬| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৯

ক্লোন রাফা বলেছেন: কোন সন্দেহ নাই। অপেক্ষায় আছে খালেেদা জিয়ার মহাযাত্রার পর জনগণ তাদের’কে ক্ষমতার মসনদে বসিয়ে দিবে।
ধন্যবাদ,পা.পোলা।

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৫

পাজী-পোলা বলেছেন: জনগণকে রাস্তায় নামাতে হয়। এমনিতেই নামে না।

৭| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৭

অপু তানভীর বলেছেন: বিএনপি সমাবেশ করার জন্য সরকারের অনুমূতির অপেক্ষা করছে । এদের এখনও আশা যে সরকার তাদের আন্দোলন করার অনুমুতি দিবে তারপর এরা সেই আন্দোন করে সরকার পতন ঘটাবে ।
এতো বড় ছেলেমানুষী !

আর তারেক জিয়া নিজে বিদেশে বসে থেকে নেতা কর্মীদের বলে আন্দোলন কর । এই নেতা দিয়ে কাম আছে কোন !

২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৩

পাজী-পোলা বলেছেন: সেটাই তো, কবে কোন সরকার বিরোধীদল কে ফুলের মালা দিয়ে স্বাগত জানিয়েছে আন্দোলন করার জন্য! তারেকের মধ্যে নেতার কোন গুণই নেই, নেপটিজম কিড।

৮| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: গুজবের দল বিম্পি, এরা কোন কালেই ক্ষমতায় আসতে পারবে না।

৯| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: বিএনপি আছে তীব্র যন্ত্রনার মধ্যে।
যন্ত্রনা থেকে মুক্তির উপায় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.