নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আলাপ জমাবার ছুতো খুঁজি, ইনবক্সে ঢোকার অধিকার
হৃদয়ের দরজায় কড়া নেড়ে জানাতে চাই, এই জন্মেই তোমাকে আমার দরকার।
ভালোবাসার আদল সাজাই, শব্দ দিয়ে সহস্র বাক্য
নিজে নিজেই কথা বানাই, তোমার ইনবক্সে গেলেই সব শুণ্য
নিশ্চুপ, কথা হারাই।
দূর অর্ন্তজালে পড়ে আছো তুমি, আমি মুঠোফোনে দেখছি তোমায়;
বিঙ্গানের যতই অগ্রগতি হোক, হৃদয়ের আকুতি বুঝিয়ে দিতে সক্ষম নয়।
যদি আমার কীবোর্ডে আঙ্গুলের চলাচলি দেখতে
বুঝতে পেতে আমার কাতরতার অস্থিরতা,
কত সহস্র শব্দ লিখে, কত সহস্রবার ব্যাকস্পেস চাপেছি।
এই সোসাল মিডিয়ার যুগ খুবি ভয়ংকর
পদে পদে ফেসে যাওয়ার ফাঁদ ।
কী দরকার ছিলো Suggested me তে
তোমার ছবি আসার!
কোন আকুল তৃপ্ততায় আমার চোখ স্ক্রিনে আটকে গেল
সেই অসীম তৃপ্ততায় কাল হলো
ঘুম জাগরণের সমস্ত সময় তোমার প্রোফাইলে কেটে গেল
টাইম লাইন জুড়ে নিশ্চল বিচরণ।
জেনে নিলাম কবে, কোথায়, কখন দু:খ পেয়েছিলে
কবে, কোথায়, কখন ফুল হয়েছো,
কে তোমাকে ছেড়ে গেছে, কাকে আঁকড়ে ধরতে চেয়েছো।
কতবার তোমার দু:খ পোস্ট দেখে কফির দাওয়াত দিতে চেয়েছি
কত সহস্রবার তোমার শূন্য হাত দেখে মলিন থেকেছি।
আজস্রবার বলতে চেয়েছি- দু:খ করো না মেয়ে
গুণদা বলেছে "দু:খ করো না, বাঁচো"।
কবির কথা মানো,
আর একটু ধৈর্যশীল, সহনশীল হয়েই বাঁচো।
কোন এক শেষ বিকেলের নরম আলোয়
তোমাকে কফির দাওয়াত দেবই দেব,
সে কটা দিন ধৈর্য নিয়ে বাঁচো।
০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:০৮
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ বাউন্ডেলে।
২| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:০৮
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩
সোনাগাজী বলেছেন:
ব্যক্তিগত জিবনে সুখে আছেন তো?
০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:১০
পাজী-পোলা বলেছেন: আমি নিতান্ত সাধারণ জনগণ। হরতাল, মিছিল, রাজনীতি আমার ভোগান্তির কারণ। আমার স্বাচ্ছন্দ্য জীবনের অন্তরায়। আমার বিরক্তলাগে, যখন দেখি স্লোগানে স্লোগানে মুখরিত মানুষের মুখ। এইতো আসবে ছুটে জনগণের বন্ধু, জনগণকে সস্তি দিতে। ঐ তুমুল মারের মুখে যদি আমি পড়ি! অথচো আমার স্বাভাবিক সচল পেটের দাবী ভাতের আয়।
এই মিটিং, সমাবেশ আমার বিরক্ত লাগে। জোর করে কানের তালা ফাটিয়ে শোনানো হয় মিথ্যার সব প্রতিসূতি। ভাঁড়েদের সেই রঙ্গমঞ্চ আমার অতিষ্ট লাগে। আমাকে স্বাভাবিক সচল জীবনে থাকতে দেয় না, দূর্গতি সৃষ্টি করে।
এই দাবী আদায়, অধিকারের বুলি আমার বিরক্তলাগে। অসত্যের কিছু অহমিকা বাক্য। বিদ্রোহ, বিল্পবে আতংকে থাকি।
এছাড়া জীবনে আমার, তেমন গোলযোগ নাই। দুবেলা পেটে জোগান দিতে গেলেই বলি "শালা, শুয়োরের বাচ্চারা।"
ব্যাক্তিগত জীবনে সুখেই আছি।
৪| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৪২
কাছের-মানুষ বলেছেন: ভাল লিখেছেন।
০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:১১
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৬
বাউন্ডেলে বলেছেন:
অসাধারন।