নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
গরু মহিষ দেশটা চড়ে
লাঙ্গল জোয়াল ঘরে ফেলে,
গাধার আবার পদের দাবী
রাষ্ট্র প্রধান ছাগল বসে।
মুরগী গুলো দিচ্ছে না ডিম
বর্ষা শেষে শীত আসে
হাস গুলোর প্যাকর প্যাকর
রাষ্ট্র নেতা মঞ্চে বকে।
শুয়োর গুলো দিচ্ছে ঘুম
পাছার কাপড় মাথায় তুলে
মন্ত্রী গুলো শুয়োর ছানা
গোমটা ফেলে ক্ষেমটা হাসে।
শেয়াল গুলো পেটের ভুড়ি
খাচ্ছে টেনে সিথান পাশে
পুঁজিবাদের শকুন গুলো
বুকের পাঁজর খামচে ধরে।
ভেড়া গুলো পাশেই থাকে
বাছুর গুলোর সহমতে
দামড়া ষাড় পথের বুকে
মিছিলটাতে একলা চলে।
বাঁচার মত বাঁচতে চাওয়া
মানুষ নেই শহরেতে,
পশু গুলোই মুখোশ পড়ে
আসীন পদের সিংহাসনে।
০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:২৩
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
২| ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৮
কামাল১৮ বলেছেন: নিজের সম্পর্কে বলার মতো কিছু নাই,অন্যের সম্পর্কে অনেক কিছু বলে ফেলেছেন।
০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৯:২০
পাজী-পোলা বলেছেন: : হুম। সমস্যা হচ্ছে যে, যাদেরও নিজেদের সম্পর্কে বলার মত কিছু নেই তারাও আমাকে ছেড়ে এগিয়ে চলে যাচ্ছে। সমজাতীয়দের এগিয়ে যেতে দেখলে হিংসে তো হয়-ই।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮
রাজীব নুর বলেছেন: মন্দ নয়।
০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৬
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:১৫
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ভালো লিখেছেন।
সমসাময়িক . . .