নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

শ্রমিক আন্দোলন (পেটের দাবী ভাতের আয়)

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:৫০



ক্ষুদ্ধ হও রুদ্ধ হও
শাসন-শোষণ
জালিমবাদের, বিরুদ্ধ হও।
ধ্বংশ হোক বাঁধার প্রাচীর
লাশের কাফন পারাও ফাঁসি।
জীবন বোঝা টানতে থাকা
বজ্য কঠিন হস্ত তোলো
পায়ের তলায় মাথার ঘাম
কাষ্ঠ কঠিণ শরীর হাকো।
অত্যাচারীর খর্গ-কৃপাণ
বুটের তলা, বুলেট রুখো।
ভাওতা বাজী গল্প বাজের
মুখের উপর থুতু ফেলো।
গুড়িয়ে দাও জুলুমবাজের হিংস্রথাবা
উগড়ে ফেলো শিকড় গোড়া।
বাঁচার মত বাঁচতে চেয়ে
আহারহীন পেটের মুখে
আওয়াজ তোলো, লড়াই করো
শিয়াল, শকুন আঁছড়ে মারো।

পেটের দাবী ভাতের আয়
উন্নয়ন তোমার স্বর্গ ছাই,
কল্প তরুর গল্প গরু
আমার পাতে খাদ্য চাই।

স্বপ্ন তোমার বাউন্ডেলে
ইউরোপ যাবে মেট্রোরেলে,
আমার কেবল পেটের ক্ষুধা
চুলার হাড়ি অনাহারে।

মুখের গ্রাস শূন্য আমার
শূন্য আমার ঘরের দানা
দাবী তাই হলফনামা
বেতন বাড়াও প্লেট সমান
নইলে কমাও বাজার নামা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



ইহাতে মনের ক্ষোভ আছে; ভালো।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:৪২

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম।

২| ০৫ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:১৪

কামাল১৮ বলেছেন: ফেস দ্যা পিতলের সাগর মনে হয় শিবিরের লোক।আলোচনায় সব সময় জামাত শিবিরের লোক থাকে।মডারেটর হিসাবে উনি নিরপেক্ষ না।

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২০

পাজী-পোলা বলেছেন: দু:খিত, আপনার মন্তব্যের বিষয়ে আমি অবগত নই। অথবা আপনি কী বলতে চেয়েছেন আমি বুঝতে পারিনি।

৩| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ।

০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬

পাজী-পোলা বলেছেন: "সব সম্ভবের দেশ" কথাটা ঠিক না। অনেক কিছুই অসম্ভব। যেমন দ্রব্যমূল্য কমানো, শেখ হাসিনা কে গদি থেকে নামানো, ফোন চেক করে সরকার বিরোধীপোস্ট পেলে জেলে যাওয়া ঠেকানো ইত্যাদি ইত্যাদি..........।

৪| ০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪

ঢাবিয়ান বলেছেন: ্কবিতা ভাল হয়েছে। তবে বেতন বাড়ানোর দাবী জানানোটা আসলে ভুল। কিছু লোকের বেতন বাড়ে আর সেই অজুহাতে বাড়ে দ্রব্যমূল্য । দাবী তাই হওয়া উচিত '' দ্রব্যমূল্য কমাও ''। পাশের দেশে যে দামে জিনিষ বিকোয় , আমাদেরো সেই দামে দাও।

০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩

পাজী-পোলা বলেছেন: এই দেশে কোন কিছুর দাম বাড়লে আর কমে না, সেটা বেতন হোক বা দ্রব্যমূল্য। সেটা ওরা ভালো করেই জেনে গেছে।

ওরা এখন বলতেছে, বেতন বাড়াও নয়তো দাম কমাও।

৫| ০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৬

করুণাধারা বলেছেন: কবিতা এবং প্রাসঙ্গিক ছবি ভালো লেগেছে।

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। অনেক দিন পর আপনাকে আমার পোস্টে পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.