নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
১/ ঘাড়ের উপর খর্গ রেখে
বলছে আমায়- কী চাও
আমাকে, না ওকে?
কাহার দিকে চাইবো আমি!
জীবন দেব, না চাটবো পায়ের ধূলি?
- গণতন্ত্র
২/ তোমার চোখ এক মারাত্মক অস্ত্র
ফিলিস্তিনের পক্ষে পাঠানো যেত
কিন্তু ইসরায়েল গুলো প্রেমিক নয়।
তোমার থেকে সুন্দর করে
খুন করার কৌশল আর কেউ জানে না,
তুমি তাদের কে ফাঁসিয়ো
বেচারাদের রক্তাক্ত অস্ত্র, একটু ভালোবাসা শিখুক
জানুক- পৃথিবীতে প্রেমই শ্রেষ্ঠ ধর্ম।
৩/ যুদ্ধ ছেড়ে বিদ্রোহ হোক চুমুর পক্ষে
অস্ত্র ফেলে ঐক্য জোট হোক ঠোঁটে ঠোঁটে।
#খুফিয়া #বাঁধন
৪/ আকসার আমি এই ভাবি-
রক্ত পিপাসা কার! দেবীর, না খর্গের?
বলি হয় কার! বিবেকের, না পাঠার?
৫/ সমস্যা আমার এতটুকুই, খুব বেশী কিছু না
লড়াইয়ের মাঠে শত্রু নেই, ঘরের ভেতর ইঁদুর পুষি।
৬/ একেক দিন মাঝরাতে ঘুম ভেঙ্গে জেগে উঠি
মনেপড়ে ফেলা আসা সৃতি
ধূ ধূ প্রান্তরে আমি একা, ছিপ ফেলেছি মরা নদীতে
নদীর ওপারে ওরা যেন কার চিতা সাজাচ্ছে।
মাথার উপরে সাদা সাদা মেঘ
উড়ে আসে এক ঝাক দমকা হাওয়া।
জন্ম- মৃত্যু প্রতক্ষ্য করেছি একবার
আমার বন্ধুর ভাইয়ের নব জন্ম বাচ্চা দেখে বেড়িয়েই
শুনেছি আরেক বন্ধুর বাবার মৃত্যুর সংবাদ।
দু:খে, না খুশিতে চোখে জল এসেছিলো! বলতে পারি না
পাশের বাড়ির শ্যামা মেয়ের তখন বিবাহের বিদায়
বাজচ্ছে সানাইয়ের সুর।
চোখের সামনে স্পষ্ট দেখেছি 'জীবনের গন্তব্য মৃত্যু।'
আমরা তবু কোন আশায় ছিপ ফেলে বসে আছি
জীবন নামে মরা নদীর বুকে!
০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫
পাজী-পোলা বলেছেন: কেন জানি, স্মি কখনো চেষ্টা ও করিনি। এমন নয় যে করলেই পেতাম, হয়তো আমি জানতাম ও আমার হবার নয়, তাই চেষ্টাও করিনি।
২| ০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪২
বাকপ্রবাস বলেছেন: ৫
০৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৫
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৩| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: ভালৈ লাগলো।
০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৩
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৬
সোনাগাজী বলেছেন:
যাক, একজন কবিকে মানুষের সমসাময়িক জীবন নাড়া দিয়েছে!
আপনি মনে হয়, সরকারী চাকুরী পাননি?