নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
১/ অস্ত্রের চেয়ে মুখ বেশী ক্ষতি করে
ছুরির চেয়ে ঠোঁট বেশী ধারালো
খুন করার মত একটা জীহ্বা হলেই যথেষ্ট
পাথর কেটে রক্ত ঝরায় শব্দ।
মুখের কথা সহ্য করতে না পেরেই
মানুষ অস্ত্র ব্যবহার করে।
কথার নদীতে ডুবলো কত বিষাক্ত প্রাণ
তোমরা তবুও লড়াই করো,
রক্ত স্রোতে ভাসাও বাণ।
২/ রোদচশমায় চোখদুটো ঢেকে রাখা
কত অনিয়ম দেখেও না দেখে থাকা
এই দুনিয়ার উপযোগী হয়ে উঠি
৷ অনেকের মত আমিও যে মজা লুটি
তবু কেন মন ভুগছে অজানা জ্বরে
মেনে নিতে নিতে গুমড়ে মরছি ঘরে
জমছে বারুদ ভরছে গুদাম ঘর
কী জানি কখন উঠবে তুমুল অগ্নিস্নাত ঝড়।
লেখক: "জয়ীতা"
রোজই ফুসে উঠি কয়েকবার
রোজই হা-হুতাশ করে বলি
'এইবার ঘুরে দাঁড়ানো দরকার। '
সহ্যের সীমানায় রোজই আঘাত পড়ে
অসহ্য যন্ত্রণায় রোজই ফেটে পরি,
রোজই বিদ্রোহী হই, রোজই পরাজয়ী।
৩/ আমার মতের সাথে তোমার মত মিলে না
রক্তপাতে এর চেয়ে বড় কারণ লাগে না।
৪/ টাকা দিয়ে সব কেনা যায় না, ফুল কী দিয়ে যায়?
৫/ খুব শীত করছে
হু হু করে দীর্ঘ শ্বাস বইছে,
নিরবতা কাপন তুলছে
বুক কাপানো নিস্তব্ধতায়।
খুব জমাট করে নিঃসঙ্গতা জেকে বসছে
ভীষণ ভয় করছে;
সম্পর্কের ছেড়া কাথায়
৷ এমন দৈন্য কাটাবো কী করে।
৬/ ইশতেহারে উন্নয়নের রঙ মহল
বিলবোর্ডের নিচেই দেখো
ঘর বেঁধেছে পোকামাকড়।
মাথার পিছে আয় বেড়ে যায়
চোখ ঝলসে যায় বিঙ্গাপনে,
পাতের থালা শূণ্য আমার
উন্নয়নের জাঁক মহলে।
০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৯
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মারহাবা হে কবি !