নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আমি নিতান্ত সাধারণ জনগণ
হরতাল, মিছিল, রাজনীতি আমার ভোগান্তির কারণ
আমার স্বাচ্ছন্দ্য জীবনের অন্তরায়।
আমার বিরক্তলাগে
যখন দেখি স্লোগানে স্লোগানে মুখরিত মানুষের মুখ।
এইতো আসবে ছুটে জনগণের বন্ধু, জনগণকে সস্তি দিতে
ঐ তুমুল মারের মুখে যদি আমি পড়ি!
অথচো ভাতের আয় আমার স্বাভাবিক সচল পেটের দাবী।
এই মিটিং, সমাবেশ আমার বিরক্ত লাগে
জোর করে কানের তালা ফাটিয়ে শোনানো হয়
মিথ্যার সব প্রতিসূতি।
ভাঁড়েদের সেই রঙ্গমঞ্চে আমি অতিষ্ট হই।
আমাকে স্বাভাবিক সচল জীবনে থাকতে দেয় না,
দূর্গতি সৃষ্টি করে।
এই দাবী আদায়, অধিকারের বুলি আমার বিরক্তলাগে
অসত্যের কিছু অহমিকা বাক্য
বিদ্রোহ, বিল্পবে আতংকে থাকি।
এছাড়া জীবনে আমার, তেমন গোলযোগ নাই।
দুবেলা পেটে জোগান দিতে গেলেই বলি "শালা, শুয়োরের বাচ্চারা।"
ব্যাক্তিগত জীবনে সুখেই আছি।
২| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৬
কর্পূর বলেছেন: ব্যক্তিগত জীবনে সুখের বারোটা বাজায় এই রাজনৈতিক দলগুলো।পরিশেষে বলা যায় "এইতো আছি বেশ খাচ্ছি ঘুমাচ্ছি দিনফুরালে সব শেষ"
৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৮
করুণাধারা বলেছেন: আমাদের জীবনের কবিতা। দীর্ঘশ্বাসের কবিতা।
কবিতা ভালো হয়েছে।
৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যক্তিগত জীবন নিয়ে সুখে থাকতে দিচ্ছে না রাজনীতিকেরা।