নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

কায়দা করে বাঁচো

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

চুপ....হাসতে মানা
উমহু, দাঁত বের করো না,
ভাড় গুলো মঞ্চে
তবুও ঠোঁট বাঁকিয়ো না।
মুখ বন্ধ রাখো
ওষ্ঠে কুলুপ আটো
শব্দ করো না।
অস্ত্র তাকিয়ে আছে
চোখ পাকিয়ে,
পেটের ক্ষুধায়
বুকের ব্যাথায়
কাঁদো, চিৎকার করো না।
হারাবার দুঃখে কাঁদো
না পাওয়ার কষ্টে কাঁদো
আহাজারি আর্তনাদে কাঁদো;
দোলনা থেকে পালকি অবধি
কাঁদো মানুষ কাঁদো।

বুটের তলায় পিষ্টে গেলে
বুলেট বোমায় ঝলসে গেলে
স্তব্দে, নিরবে, গুমড়িয়ে কাঁদো।
উমহু...ফুপিয়ো না
বৃথা শ্লেষ করো না,
রাষ্ট শুনতে পাবে
বড্ড স্পর্শ কাতর
শব্দে ক্ষতের আঘাত পেয়ে বসে।

উমহু...সংঘবদ্ধ নয়
বন্ধন গুলো ছিন্ন করো
সংঘবদ্ধতা বিল্পবী, মিছিলে অনুগামী
মিছিল বিদ্রোহী, রাষ্ট্রদ্রোহি
ছিন্ন হও ছিন্ন হও, একলা রও।
ভয়ে কুজো হয়ে হাঁটো
মাথা তুলো না, নুইয়ে চলো।

উমহু কোন প্রশ্ন নয়
ক্ষুধার দাম বাড়লে
পেটে পাথর বাঁধো
বেঁচে থাকার বড় লোভ তোমাদের
তবে বা্ঁচো, জীবনের কারগারে
শিকলের শৃঙ্খলে বাঁচো।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

করুণাধারা বলেছেন: ক্ষইদএ, বুলেট, কারাগার এইসব নিয়ে কবিতা হলে মন্তব্য করা বিপজ্জনক হতে পারে!

১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

পাজী-পোলা বলেছেন: তাহলে হবে কীভাবে? এই যে নাভিশ্বাস উঠে যাচ্ছে, প্রতিবাদ করবেন কী দিয়ে?

২| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.