নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

এখানে টুপ করেই নেমে আসে মৃত্যু

১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

এখানে টুপ করেই নেমে আসে মৃত্যু
প্রতিটি সন্ধ্যায় মারা যায় একেকটি বিবর্ণ দুপুর
বিশ্বাসহীন ঠোঁটে যেমন ঘাতক প্রেমিক,
প্রেরিত আঁধার গিলে খায় তপ্ত সূর্য
খুব নীরবে, খুব গোপনে, আপোষে, সহায়হীন।
এখানে খুব সহজেই নেমে আসে মৃত্যু
চারিদিকে প্রাণের হা-হুতাশ
বেচে থাকার আর্তনাদে নেমে আসে মালাকুন মউত
খুব সহজেই বেরিয়ে যায় দম, বেদুঈন নিশ্বাস।

এখানে খুব সহজেই নেমে আসে মৃত্যু
মোড়কে মোড়কে পাতানো ফাঁদ,
একেকটি মৃত্যু যেন একেকটি খসে যাওয়া আশ
গাড়ল জিহ্বার গরল বিষে মরে যায় প্রিয়তম হৃদয়
ব্যার্থ প্রেমে মরে যেতে থাকে কবি
মরে যেতে হয় বলে মরে যায় বিদীর্ণ ঘাস।

এখানে খুব সহজেই নেমে আসে মৃত্যু
টুপ করেই ঝরে পড়ে আংগুর লতার জীবন
বেচে থাকার লড়াইয়ে ক্ষয়ে যায় পদচিহ্ন
থেমে যায় জীবনের সফেন নিনাদ।

এই শহরে টুপ করেই ঝড়ে পড়ে জীবন
মৃত্যুই অনাগত নিশ্চিত ভবিষ্যৎ
বেপরোয়া চাকায় পিষে যায় ক্ষয়স্নু জন্ম
জরায়ু চিনেনা বারুদ,
তপ্ত বুলেট আর চা পাতির ধার পরীক্ষা করে চলে
অগণিত গর্দান আর বুক।

এখানে খুব সহজেই নেমে আসে মৃত্যু
টুপ করেই ঝড়ে পড়ে জীবন,
শানিত অস্ত্র যেন জেনে গেছে
মৃত্যুই জন্মের একমাত্র পথ।

এখানে টুপ করেই নেমে আসে মৃত্যু প্রিয়তমা
এতটা সহজে, এতটা সীমাহীন অবিচারে
যেমন প্রতিটি প্রহরে আমি মরে যেতে থাকি তোমাতে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৭

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.