নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

অশরীরী

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

নিজের কঙ্কাল বয়ে নিয়ে বেড়াচ্ছি
জঙ্গাল ফেলবার মত উপযুক্তই বটে, এই শহর।
জীবন্ত লাশ গুলো থেকে বেড়চ্ছে পচা গন্ধ
প্রতি রাতেই চলছে ময়নাতদন্ত,
খুনী কে? প্রিয়তমা নারী, নাকি রাষ্ট্র?
বিশ্বাস ঘাতক ঠোঁট, নাকি স্বৈরতন্ত্র?

বুকের কাটা ছেড়ায় হৃদয়ের ব্যবচ্ছেদ
শবদেহের মিছিলে কে করে শোক!

নিজের কঙ্কাল বয়ে নিয়ে বেড়াচ্ছি
জরাজীর্ণ হাড় গুলোয় চেয়ে আছে শেয়ালের পাল
বুকের উপর ঘাপটি মেরে আছে শকুনের দল।
আমার তো জানাজা হয়নি
বুকের ভিটায় কে গড়ে বসতি?
কে খাওয়ায়, নাওয়ায়, ঘুম পাড়ায় অযত্নের শরীর!
নিজের লাশ বয়ে নিয়ে বেড়াচ্ছি
এই শহরে জায়গার দাম অনেক বেশী।

চাদের রুপের দাগেই কলঙ্কিত শহর
মুখের উপর থেকে খসে পড়ছে মুখোশ
বড্ড অচেনা লাগে নিজেরি পরিচিত হাড় গুলো।

নিজের কঙ্কাল বয়ে নিয়ে বেড়াচ্ছি
তবুও যদি কোনদিন, কোন কুক্ষণে আমার দাফন হয়
এফিটাপে লিখে রেখো
"এক জোড়া চোখের তীক্ষ্ণতায় বধ হয়েছি।"

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৯

বিজন রয় বলেছেন: কঠিন প্রশ্ন করলেন, খুনি কে?
প্রিয়, রাষ্ট্র, ঠোট না স্বৈরতন্ত্র?

আবার সবশেষে বললেন চোখ

আসলে সবই খুন করতে পারে তার আকাংঙ্খা অনুযায়ী।

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৫

পাজী-পোলা বলেছেন: এই যে চারপাশে এফ খুন হচ্ছে, সেগুলোর খুনি কে?

এত কিছু প্রশ্ন দিয়ে তো আর এফিটাপে লেখা যায় না। তাই এক জোড়া চোখকেই সব দোষ দিয়ে গেলাম।

২| ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৪

Rehan বলেছেন: অসাধারণ। B:-)

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১২

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.