নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৬

আমি তাকে বললাম- চলো না! কোথাও থেকে ঘুরে আসি?
সে বললো- ছোট্ট দুটি পা আমার, এই অসীম ব্রহ্মাণ্ডের কোথায় বা যেতে পারি!
বললাম - চলো, পাহাড় দেখে আসি?
বললো- ধুর, কাটখোট্টা শক্ত পাথর। দেখলেই কষ্ট হয়। যেন বুকের উপর জেঁকে বসেছে।
বললাম- তাহলে চলো, সমুদ্র দেখে আসি?
বললো- ঐ বিশালতার সামনে নিজেকে ক্ষুদ্র মনেহয়।
বললাম- দেখো দেখো, কী সুন্দর মেঘের ভেলা।
বললো- দু:খের কথা মনেহয়।
বাহিরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি, বললাম- চলো ভিজি, বৃষ্টি বিলাশ করি।
সে এমন আনরোমান্টিক, বললো- চোখের পাতায় অজস্র অশ্রু আমার, অহর্নিশি ভিজছি।
বললাম- তাজমহল দেখে আসি?
বললো- ঐ ভালোবাসার নিদর্শনে আমি রক্তের গন্ধ পাই, ক্রুরতার গন্ধ পাই, নির্মমতার গন্ধ পাই।
বললাম- চাঁদ দেখেছো?
বললো- কলঙ্ক।
ধুর ছাই, বিরক্ত হয়ে বললাম- তাহলে চলো, মঙ্গল গ্রহে যাই?
সে খানিক হেসে বললো- তুমিই আমার পাহাড়, ঝর্ণা, সমুদ্র, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র।
এই যে তোমায় এত দেখছি তবু চোখ ভরছে না, মন ভরছে না।
ব্রক্ষ্মাণ্ডের আর কোথায় এমন অসীম স্বাদের তৃপ্ততা পাব? যে দেখতে যাব!

তারচেয়ে কপালে একটা টিপ দিয়ে এসো, চোখের কিনারে কাঁজল
কচু পাতা রঙ্গের শাড়ীটা পরে আমার সামনে বসো
আমি ধ্যানমগ্ন ঋষির মত তোমায় দেখি।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বুঝেছি মনে সাহস কম
কিন্ত ভালোবাসা তো আছে ।

...................................................................

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৮

পাজী-পোলা বলেছেন: জ্বী, মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২| ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৩৬

বিজন রয় বলেছেন: বাহ! ভাল লিখেছেন।

সে আপনার সব প্রশ্নের উত্তর জানে। এবং সেই সব প্রশ্নের উত্তর আপনাতে এসে মিশেছে।
একেই বলে পূর্ণতা।

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৮

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫২

রানার ব্লগ বলেছেন: বেশ লেগেছে কবিতা খানি।

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৮

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা নিবেন।

৪| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১১

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৯

মিঃ হাসান বলেছেন: খুব সুন্দর ।

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১১

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৬| ২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১২

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.