নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

ব্যার্থ প্রেমের গল্প শোনাই

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

মাঝে মাঝে মনেহয় স্বৈরশাসক হই
ঈশ্বরের মত তোমার এক ও একক হই,
তুমি হও আমার একত্ববাদী প্রেমিকা
আমিই তোমার একেশ্বর অধিপতি।

মাঝে মাঝে মনেহয় ধূত শিকারী হই
শব্দ বাণে আহতকরি তোমার হৃদয়টাকে
বন্দীকরি আমার বুকের খাঁচায়।

মাঝে মাঝে মনেহয় শয়তান আযাযিল হই
স্বয়ং ঈশ্বরের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে দিয়ে
তোমার ঘারে চেপে বসি,
তুমি বারবার ভুল করো আমার দোহায় দিয়ে।

মাঝে মাঝে মনেহয় পুঁজিবাদী পিশাচ হই
সমস্ত পৃথিবীটা কিনে নিয়ে তোমার পায়ে রাখি
তোমার মনিব হই।

মাঝে মাঝে আমি মাতাল হই
লম্পট গালি শুনে ঘুরে বেড়ায় এপাড়ায় ওপড়ায়
কিন্তু কোথাও তোমার গায়ের গন্ধ নাই।
সেই গন্ধের নেশায় মাঝে মাঝে মনেহয় ডাকত হই
ছিনিয়ে নিয়ে আসি তোমায় ঐ বুক থেকে, ঘর থেকে, সংসার থেকে।

কিছুই পারি না হতে, শুধুই বখাটে প্রেমিক রই
মোড়ে মোড়ে চায়ের কাপে ব্যার্থ প্রেমের হল্প শোনাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: খাইছেরে ,

আপনি তো তুলকালাম বাঁধিয়ে দিচ্ছেন । হাহাহাহাহাহাহাহাহাহা

শেষ কথা দুটোই সঠিক । সব আসলে নিষ্ফলেই রয়ে যায় সব !!

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

পাজী-পোলা বলেছেন: তুলকামই তো বাধিয়ে দিতে চাই। অসহ্য ঝর ও যে তুলকালাম বাধিয়ে ভেতরে।

২| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.