নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

অপাংক্তেয়

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৬

১# মানুষ থেকেই মানুষ আসে,
বিরুদ্ধতার ভীড় বাড়ায়।
তুমিও মানুষ, আমিও মানুষ
তফাৎ শুধু শিরদাঁড়ায়।

২# যার নিজের অস্ত্র নেই
সে অন্যের উপর নির্ভর করে,
যার নিজের শব্দ নেই
সে ভাষার জন্য কবির উপর নির্ভর করে।

৩# ঘুম জাগরণের মাঝে স্বল্প যে সময়
সেইখানে ও কেন আসো!
আমার একলা মস্তিষ্ক জুড়ে কেন দখল জমাও
প্রচন্ড ভীড়ের মাঝে কেন তোমাকে ছাড়া একা লাগে?
কেন তুমি স্বপ্ন দেখাও?
একি চোখে বাস্তবতার আয়না ধরো?

৪# :আপনার জীবনের ব্যার্থতা কী?
: যা করেছি সবি
: সফলতা নেই?
: কোথায় কীসে সফল?
যা করতে চেয়েছি কিছুই তো করতে পারিনি
বিষাক্ত ঠোঁটে চুমু রেখে পেতে দিয়েছি বুক।
: তবে ছুটলেন কীসের জন্য? কার জন্য?
: টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য।
আগাছা হয়ে জন্মেছি, জানি ফসলের ক্ষতি করি
তবুও আমার যে বাঁচার বড় লোভ
তাই আমার টিকে থাকবার লড়াইটা বেশী।
: জীবনে কিছুই পাননি?
: "যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না।" (রবিন্দ্রনাথ ঠাকুর)

৫# কাক
------------
তোর ও যেমন অসুর গলা, মিষ্টি নেই
আমারও তেমন কাব্য ভুল, ছন্দ নেই
আমরা দুজন ডেকেই মরি
কোকিল ফোটায় বসন্ত ফুল।

৬# প্রতিরাতে কে যেন আমাকে ডাকে
মাঝ রাতে আচমকা ঘুম ভেঙ্গে জেগে উঠি
কে যেন আমার ঘরে হাটে
ফিসফিসিয়ে কিছু বলতে চায়,
লাইট জ্বালালেই নিরবতা, সব কিছু থেমে যায়
গ্লাসের পানি নি:শেষ করে আবার শুয়ে পড়ি
কেঁপে ওঠে আমার খাট
কে যেন আমার পাশে শোয়
থেকে থেকে গুমড়ে ওঠে।

রাতে লাইট জ্বালিয়েই শুই
অন্ধকার কে আমার ছায়ার ভীষণ ভয়
বিলীন হবার সঙ্কায়।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১২

বিজন রয় বলেছেন: ১ ও ২ নম্বর অনেক বেশি ভাল লেগেছে।

+++++

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ৩ দারুণ।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:০২

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৪| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.