নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
: সম্পর্ক আর সমর্পণের মাঝে পার্থক্য জানো?
: জানি
: বলো?
: সমর্পণ হল নিজ অস্তিত্ব সম্পূর্ণ বিলিয়ে দেয়া, সম্পর্ক হল অস্তিত্ব ধরে রেখে একসাথে পথ চলা।
সমর্পণে তুমি যা চাইবে তাই হবে, সম্পর্কে যতটুকু চাইবে ততটুকুই পাবে।
: আমরা কীসের সম্পর্কে আছি?
: সমর্পণের।
: তুমি নিজেকে সমর্পণ করছো? এখন আমার সমর্পণ বাকী?
: তুমি বুদ্ধিমতি।
: আচ্ছা ধরো, আত্মমর্যাদা রেখে সম্পর্কে থাকা যায় না?
সম্পূর্ণ নিজেকে বিলীন করে দিলে, আমার বলে আর থাকলো কী?
: যায়, তবে সম্পর্কে আমি তুমি থাকে না। আমি তুমি দুটি বিচ্ছন্ন দ্বিপ।
দুটি বিচ্ছিন্ন দ্বিপ এক হলেই সম্পর্ক তৈরি হয়ে আমরা হয়।
এখন তুমি আমরা হতে চাও, না আমি তুমি তে থাকতে চাও?
: তাহলে তুমি বলছো সম্পুর্ণ সমর্পণ না করলে সম্পর্ক হয় না। আমি বলে আর কিছু থাকে না।
: উমহু....
: তাহলে?
: আমি বলছি যাকে তুমি নিজের করে নিলে, সেই তুমি। তুমি বলে আর কেউ নেই।
আমি তুমিতেই পৃথিবীর যত দ্বন্দ্ব।
: ধরো কেউ যদি না করে, যেমন তুমি করলে আমি করলাম না।
: তারমানে আমি সম্পর্ক করতে চাইছি, তুমি চাইছো না।
: এমন হলে থাকতে পারবে?
: নাহ, এর চেয়ে বড় অপমান, জ্বালা আর কিছুতে নেই।
২০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
পাজী-পোলা বলেছেন: অন্যকিছু লিখতে পারি না যে। ক্ষমা করবেন, আপনাদের মত অত প্রতিভা নেই। যেটা লিখছি, সেটাই তো হচ্ছে না। আগে একটা হোক, পরে অন্যকিছু লেখা যাবে।
২| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৭
বিজন রয় বলেছেন: আলাপ ও সংলাপ।
দুটি মন কাছাকাছি বলে চলল।
উদ্দেশ্যহীন কি না জানিনা।
২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৯
পাজী-পোলা বলেছেন: এত কাছাকাছি যে পার্থক্য করতে খুব কষ্ট হয়।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: মন্দ নয়।
কবিতার পাশাপাশি অন্য কিছু লিখতে চেষ্টা করুন।