![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম
বহুদূরের গন্তব্য, অনেকটা পথ পেরোতে হবে
আমার ভীষণ তাড়া।
হাটতে হাটতে হটাৎ দেখলাম
রাস্তার মাঝখানে একটা বিষধর সাপ,
সাপটা রাস্তা পার হচ্ছিলো
সেও আমাকে দেখে থমকে গেল
মাথা উঁচু করে দাঁড়ালো।
সাপটা আমার পথের বাঁধা,
আমি রাস্তার ধার থেকে একটা জংলা ডাল তুলে নিলাম
সাপটা দুবার মাত্র হিসহিস করার সুযোগ পেয়েছিলো।
সাপটার ছিন্নভিন্ন চামড়া, মাংস এখনো আমার লাঠিতে লেগে আছে
থেতলে যাওয়া সাপটা মরা লাশ হয়ে পরে আছে রাস্তার মাঝে।
একটু এগুতেই দেখি একজন রাজনৈতিক নেতা
সাথে দশবারো জন সাঙ্গপাঙ্গ।
নেতাটা আমাকে দেখেই হাত বাড়িয়ে উচ্চ হাস্যে বলল
'কেমন আছেন, ভাইজান?
এইবারে নির্বাচনে কিন্ত হে হে, ভোটটা আমাকেই দিবেন।'
আমি দুইবার মাত্র হিসহিস করার সুযোগ পেয়েছিলাম
নেতাটা বিষাক্ত ছিলো।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।