নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
যদি আমি ভোরের কথা বলি?
তবে আমি পাখির কথা বলছি,
যদি আমি পাখির কথা বলি?
তবে সুরের কথা বলছি, স্বরের কথা বলছি।
যদি আমি সুরেলা স্বরের কথা বলি?
তবে তোমার কথা বলছি।
যদি আমি রং এর কথা বলি?
তবে আমি ফুলের কথা বলছি,
যদি ফুলের কথা বলি?
তবে শুভ্রতার কথা বলছি, সৌরভের কথা বলছি।
যদি আমি শুভ্র সৌরভের কথা বলি?
তবে তোমার কথা বলছি।
যদি আমি চাঁদের কথা বলি?
তবে আমি জোস্নার কথা বলছি,
যদি আমি জোস্নার কথা বলি?
তবে আমি স্নিগ্ধতার কথা বলছি, সৌন্দর্যের কথা বলছি
যদি আমি স্নিগ্ধ সৌন্দর্যের কথা বলি?
তবে আমি তোমার কথা বলছি।
যদি আমি ধর্মের কথা বলি?
ঈশ্বরের কথা বলি?
তবে আমি প্রেমের কথা বলছি, তোমার কথা বলছি।
প্রেমই আমার ধর্ম
তুমিই আমার একত্ববাদী প্রেমিকা
তোমার কাছেই আমার সকল আরাধনা
নৈবদ্যে নিজেকে সঁপেছি।
যদি আমি বিপ্লবের কথা বলি?
বিদ্রোহের কথা বলি?
রাজপথ, ব্যারিকেড, মিছিল
ভাঙ্গচুরের কথা বলি?
তবে আমি স্বৈরতন্ত্রের কথা বলছি
তোমার কথা বলছি।
তুমিই আমার হৃদয় রাষ্ট্রে একেশ্বর স্বৈরশাসক
আমারই রাজ্যে আমি সংখ্যালঘু দলিত শ্রেণী
তোমার শোষণে নি:শেষ হয়ে যাচ্ছি।
গণতন্ত্রে তোমার তীব্র অরুচি
ঈশ্বরের মত একক হুকুম চালাতে চাও স্বৈরবাদী।
তুমি এমনি আসক্তি হয়ে উঠেছো
মাতালের মত বারবার ঘুরেফিরে একি কথা বলি
কেবল তোমার কথা বলি।
২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
পাজী-পোলা বলেছেন: পারে! আবার নাও পারে।
২| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৪
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্রকৃতি, অধিকৃত অবাধ্য মনের উপমায় হৃদয়ে প্রিয়ার আসক্তি।
২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯
পাজী-পোলা বলেছেন: এই একমাত্র আসক্তি, যা যেকোনো নেশার চেয়েও খারাপ।
৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একেবারে ইউনিক, অনবদ্য কনসেপ্ট। সাবলীল গাঁথুনি। খুবই ভালো লেগেছে।
'বিপ্লব' বানানটা ঠিক করে নিন।
২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। বানানটা ঠিক করে নিচ্ছি।
৪| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৫| ৩০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:১১
মিরোরডডল বলেছেন:
যদি মৃত্যুর কথা বলি
বেঁচে থাকার কথা বলি
তবে আমি তোমার কথা বলছি।
তুমি জীবনের অমৃতসুধা!
যদি আমি আমার কথা বলি?
তবে আমি তোমার কথা বলছি।
তোমার বুকে আগুন হয়ে জ্বলছি।
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৭
পাজী-পোলা বলেছেন: সুন্দর হয়েছে, কিন্তু আমি তো কারো বুকে আগুন হয়ে জ্বলতে চাই না। আমি হতে চাই শীতল পরশ।
৬| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১৭
মিরোরডডল বলেছেন:
মানুষ যা চায় তাই যদি হতো, জীবন হতো প্রেমময়!
মানুষ ভাবে একরকম, হয়ে যায় অন্যরকম।
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:২৩
পাজী-পোলা বলেছেন: মানুষ যা চায় তেমনি হয়। শুধু সমস্যাটা হল মানুষ শুধু নিজেরটা চায়, তাই মানুষে এত বিরোধে কিছুই আর হয় না।
ধরেন আমি যাকে চাই, সেও যদি আমাকে চাইতো তাহলে হয়তো আমার প্রতিটি লেখা আনন্দময় হত, কিন্তু সে অন্যকে চায়। এই যে বিরোধ, এই বিরোধে আর কিছুই হয় না।
৭| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪২
মিরোরডডল বলেছেন:
হতে পারে কিন্তু সবাই মনে হয় একরকম না।
শুধু নিজের জন্য চাওয়ার মাঝে কি সত্যি আনন্দ আছে???
ফর মি, নেভার!
সবাইকে নিয়ে ভালো থাকার মাঝেই প্রকৃত আনন্দ।
আমার ফ্যামিলি অথবা কাছের ফ্রেন্ডস, সবার হ্যাপিনেস নিয়ে ভাবতে হয়।
কেউ যদি ভালো না থাকে, সেটা আমাকে ইমপ্যাক্ট করে।
চাইলেও ভালো থাকতে পারিনা যদি মনে হয়, আমার সাথের কেউ একজন ভালো নেই।
এটি একটি চেইন রিঅ্যাকশন।
ধরেন আমি যাকে চাই, সেও যদি আমাকে চাইতো তাহলে হয়তো আমার প্রতিটি লেখা আনন্দময় হত, কিন্তু সে অন্যকে চায়। এই যে বিরোধ, এই বিরোধে আর কিছুই হয় না।
অবশ্যই দুঃখজনক কিন্তু বিষয়টা যদি এভাবে ভাবা হয়, অন্য কেউ একজন পাপো কে চায় কিন্তু পাপো তাকে চায় না।
সেটা কি মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গ্রহণ করতে পারবে? পারবে নাহ।
ঠিক একইভাবে সেই মানুষটার হয়তো অপারগতা যে সে পাপোকে চাচ্ছে না।
লাভ লাইফে দুজনের চাওয়া যদি এক না হয়, তারপরও সেটা চাইলে নিজেকেই কষ্ট দেয়া হবে।
You have no one in this world but you.
so, you have to take care yourself.
ভালো থাকবে।
০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩১
পাজী-পোলা বলেছেন: পৃথিবীটা যদি এমন হত, যেমন করে আপনি ভাবছেন; তাহলেই জীবন প্রেমময় হত।
০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৭
পাজী-পোলা বলেছেন: অন্য কেউ একজন পাপো কে চায় কিন্তু পাপো তাকে চায় না। সেটা কি মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গ্রহণ করতে পারবে?
পারবে। পাপো চায়, কেউ তাকে চাক, কিন্তু সমস্যা হল পাপোকে কেউ চায় না। এমন কি জন্মদাতা-জন্মদাত্রী ও না।
পৃথিবীতে এইটুকু যোগ্যতা নিয়ে এসেছি।
৮| ০২ রা ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:০৪
মিরোরডডল বলেছেন:
কিন্তু সমস্যা হল পাপোকে কেউ চায় না। এমন কি জন্মদাতা-জন্মদাত্রী ও না।
এটা ভুল ধারণা। বাবা মা হয়তো অনেক কড়া শাসন করে, প্রশ্রয় দিতে চায় না কিন্তু সকল বাবা মা তাদের সন্তানকে ভালোবাসে, প্রকাশে বুঝতে দেয়না।
সন্তানেরও উচিত বাবা মাকে সম্পূর্ণটুকু দিয়ে তাদের জন্য করা।
পৃথিবীতে এইটুকু যোগ্যতা নিয়ে এসেছি।
সুপিরিয়র কমপ্লেক্স যেমন ভালো না, একইভাবে নিজেকে অযোগ্য ক্ষুদ্র এভাবে ভাবাও ঠিক না।
নিজেকে রেস্পেক্ট করবে, ভালোবাসবে। তখন দেখবে প্রেয়সীও ভালোবাসবে।
ভালো থাকবে পাপো, এরকম আরও অনেক সুন্দর কবিতা লিখবে।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৩
নীলসাধু বলেছেন: হুম।
হোক
বলাবলি খারাপ না।
এর মইধ্য থেকেই কতো কী হয়ে যেতে পারে।