নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

যে চলে গেছে, তাকে নিয়ে কেন ভাবো?

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২০

সে তো গেছে চলে
মাত্র একবার কষ্ট দিয়ে
তুমি কেন বারবার কষ্ট পাও
তার কথা মনে করে!
ভুলে সে গেছে চলে মিথ্যার বাজারে
তুমি কেন ভুলের বাসর সাজিয়েছো তার কথা ভেবে?

যে হৃদয়ে মুখ ফেরাবার জন্য
ঘুরছো তার পিছু পিছু
সে হৃদয়, সে তো মাত্র একবার ভেঙ্গেছে
তুমি কেন বারবার অশ্রুবাধ ভাঙ্গছো সেই দু:খে!

সে তো মাত্র একবার ছেড়ে গেছে
তুমি কেন বারবার জড়িয়ে যাও
অতীত সৃতির টানে।
যে চলে গেছে, যাক না
যতদূর যেতে চায়
তুমিও মেলে ধরো তোমার পাখনা
পুড়াক না, যতটা পুড়াতে চায়।

সে তো একবার পুড়িয়ে যাবে
তুমিও মুখ ফিরিয়ে রাখো তার দিক থেকে
ফিরলো না যে, তাকে নিয়ে এত কেন ভাবনা!
সম্মুখে তোমারও অজস্র পথিক
যতটা মেলবন্ধন হয় হোক না।

শিকল খুলে নিজেকে মুক্ত করো
যতটা হেলায় সে মাড়িয়ে গেলো,
সে তো মাত্র একবারি ব্যাথা দিয়ে গেছে
বারবার নির্লজ্জ হওয়া কি তোমার সাজে?

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

মিরোরডডল বলেছেন:




কমেন্ট লিখতে ইচ্ছে করছে না, একটা গান দিয়ে যাই?





২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

পাজী-পোলা বলেছেন: গানটা সুন্দর। ধন্যবাদ।

২| ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গানের মাঝে অনেক স্মৃতি কথা ঘুরে বেড়ায় ।
.....................................................................
নি:সঙ্গ জীবনের মাঝে শ্বান্তনার তরঙ্গ বিন্দু ।

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

পাজী-পোলা বলেছেন: আপনার মন্তব্যটা ঠিক আমার বোধগম্য নয়। কারো সাথে কথা বলতে চাইলে তার পোস্টে গিয়ে বলুন অথবা নিজের পোস্টে নিয়ে গিয়ে বলুন।

ধন্যবাদ।

৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Nice poem

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যে যাওয়ার যাবেই। নতুন কাউকে ধরলেই ভালো।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩

পাজী-পোলা বলেছেন: কোথায় যেন পড়লাম। মনেহয় মিররডল কোথাও কমেন্ট করেছিলো সৃতি শক্তি দূর্বল হয়ে গেছে। সে যাই হোক, কমেন্টটা ছিলো " ফুল ঝড়ে যায় বলে গাছ কি নতুন ফুল ফোটানো বন্ধ করে দেয়।"

৫| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১২

করুণাধারা বলেছেন: এই কবিতায় লাইক দিয়ে মন্তব্য করেছিলাম, "কবিতা লাইকড"! তারপর মন্তব্য দেখতে পাচ্ছি না। মুছে দিয়েছেন!?!

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪০

পাজী-পোলা বলেছেন: প্রতি মন্তব্য করতে গিয়ে ভুলে ডিলিট হয়ে গেছে। ফোন থেকে ডেস্কটপ মুডে চালাই, কয়েকদিন ধরে খুব প্রবলেম হচ্ছিলো, যেভাবেই ডেস্কটপ মুড আনি আবার মোবাইল ভার্সনে চলে যায়। সেই গ্যাড়াকলে পরেই ডিলিট হয়ে গেছে। সেজন্য দু:খিত।

আমি কারো মন্তব্য ডিলিট করি না, গালি দিলেও না। যদিও গালি এখনো কেউ দেয় নাই, কিন্তু কেউ ম্যাওপ্যাও বা হাবিজাবি বললেও না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.