নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আর কত অন্ধকার গাঢ় হলে ভোর হবে?
আর কত শলাকা পুড়ালে বুকের দহন মিটবে?
আর কত নিকোটিন পূর্ণ হলে এই হৃদয়ে তোমার মৃত্যু হবে?
বিকলাঙ্গ ফুসফুস, তোমার আশায় কেবল দম বাড়ে
আর কত নিরাশ হলে এই দুরাশার বিনাশ হবে?
আর কত রাত নির্ঘুম কাটলে ঘুমের অসুখ সারবে?
মদের বোতলে সুরা যতটুকু, ততটকুই তোমার সৃতি
আর কত বোতল শূন্য গড়ালে মগজে তোমার বিনিষ্ট হবে?
আর কত চোখ লাল করলে তোমার নেশা কাটবে?
আঁধার আর কত ঘন হলে ভোর হবে?
মেঘের পরে মেঘ জমছে, কালো হয়ে আসছে আকাশ
আর কত বারি ঝড়লে এ শ্রাবণ কাটবে?
অথৈই জলের অশ্রু চোখ পুড়া দহন নেভাবে?
বৈতরণী বাতাস আমার জানালা দিয়ে ঢুকছে
বুকের ভেতর দীর্ঘস্বাস হু হু করে বাড়ছে
আর কতকাল অপেক্ষা করলে এই দীর্ঘস্বাসের ঝড় থামবে?
আমার শরীরে শিকড় গজে যাচ্ছে
শীত এসে গ্রীষ্ম ও চলে যাচ্ছে
বসন্তের আগুন ফুল শরৎে ঝড়ে যাচ্ছে
চৈত্রের খরায় তপ্ত মাটির বুক আর কত ফাটলে করুণাধারা নামবে?
বর্ষায় ডাঙ্গর নদী আর কত ঘর ভাসালে তার শরীরের ক্ষুধা মিটবে?
আর কত চোখের পানি ফেললে এই অশ্রু নদী শুকাবে?
রাত আর কত নিকটে এলে ভোর হবে?
আর কত? কত সহস্র বছর অপেক্ষা করলে
আমি গন্তব্যে, তোমার পথ ফুরবে?
আর কত নিসঙ্গতা জড়িয়ে নিলে তুমি জাপটে ধরবে?
যে পথে তুমি চলে গেছো, সে পথ খা খা করছে
ফাকা পথ আর কত হাহাকার করলে তুমি ফিরবে?
যে হৃদয় ভেঙ্গে দিয়ে চলে গেলে
বেইমান সেই হৃদয়টা আমারি দেহে বসত করে তোমাকেই ধরে রাখে,
আর কত ব্যাথাতুর কাতরায় আর্তনাদ করলে এই অভিশাপ কাটবে?
অন্ধকার আর কত প্রকট হলে প্রভাতের সূর্য উঠবে?
তুমি একটা বিষ, বিষাক্ততায় ছেয়ে গেছে আমার সমস্ত শরীর
তুমি অসুখে এ প্রাণের জলাঞ্জলি
কেবল মৃত্যুই এ রোগের একমাত্র নিরাময় আমি জেনে গেছি
আর কত ব্যাধি বাড়লে আমার মৃত্যু হবে!
আর কত পুড়লে এই দেহে তোমার দহন হবে!
আর কতবার মরলে আমার দাফন হবে!
রাত আর কত গভীর হলে ভোর হবে?
৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮
পাজী-পোলা বলেছেন: জন্মাবধি জেগে জেগে নিরাশার চোখ দুটো ক্লান্ত
আমার ঘুম চাই, মৃত্যুর মত প্রগাঢ় ঘুম
আমার শবদেহের জন্য বিছানা করো, আমি ঘুমাবো।
২| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩০
মিরোরডডল বলেছেন:
প্রতিমন্তব্য আরও ভালো হয়েছে।
গতকালের কবিতায় আমিও কয়েক লাইন লেখার চেষ্টা করে মন্তব্য করেছি, মূল কবিতার অনুকরণে।
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৩
পাজী-পোলা বলেছেন: পোস্টে আবারও আসার জন্য ধন্যবাদ।
গতকালের কবিতায় আমিও কয়েক লাইন লেখার চেষ্টা করে মন্তব্য করেছি, মূল কবিতার অনুকরণে।
দু:খিত, এখনো দেখা হয়নি। দেখলে ঠিক প্রতি মন্তব্য করবো।
৩| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩০
সপ্নীল বলেছেন: ভালোবাসার জগতে
ভোরের ঘন্টা থাকে প্রেয়সীর হাতে
প্রেয়সীই পারে তাই আধার কেটে
ভোরের আলো ফোটাতে।
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৪
পাজী-পোলা বলেছেন: সেইখানে যত দু:খ, জ্বালা, যন্ত্রণা।
৪| ০১ লা ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
দারুন কথামালা সমৃদ্ধ কবিতা , প্রতিটি ছত্রে ও কথায়
রয়েছে মর্মবানী যথা-
কত অন্ধকার গাঢ় হলে ভোর হবে?
আর কত শলাকা পুড়ালে বুকের দহন মিটবে?
কত নিকোটিন পূর্ণ হলে এই হৃদয়ে তার মৃত্যু হবে?
বিকলাঙ্গ ফুসফুস, কত নিরাশ হলে দুরাশার বিনাশ হবে?
কত রাত নির্ঘুম কাটলে ঘুমের অসুখ সারবে?
কত মদের বোতল শূন্য গড়ালে মগজে তার বিনিষ্ট হবে?
কত চোখ লাল করলে নেশা তার কাটবে?
আঁধার আর কত গাড় হলে ভোর হবে?
কত বারি ঝড়লে এ শ্রাবণ কাটবে?
অথৈই জলে চোখ পুড়া দহন নেভাবে?
কতকাল অপেক্ষা করলে দীর্ঘস্বাসের ঝড় থামবে?
আর কত চোখের পানি ফেললে অশ্রু নদী শুকাবে?
আর কত সহস্র বছর অপেক্ষা করলে
তার পানে গন্তব্যের পথ ফুরবে?
যে হৃদয় ভেঙ্গে দিয়ে চলে গেলে ও
বেইমান সেই হৃদয়টা তাকেই ধরে রাখে।
আর কত আর্তনাদ করলে এই অভিশাপ কাটবে?
সেকি বিশাক্ত সমস্ত শরীর
কেবল মৃত্যুই এ রোগের একমাত্র নিরাময় ।
কবিতাটির এখানে এসেই পাঠক হিসাবে
হলাম ভিষনভাবে বিচলিত ও মর্মাহত ,
কবিকে আমরা সত্যিই কি হারাতে বসেছি ।
তাই কামনা করি এত কত কত প্রশ্ন আর
অনুভবের প্রতিক্রিয়ায় সে যেন
তারই কাছে ফিরে এসে পুর্ণ করে
দেয় কবিবরের সকল কামনা বাসনা ।
উপরে মন্তব্যের ঘরে মরোরডডল
যতার্থই বলেছেন
একমাত্র প্রেয়সীর মৃত্যু চুম্বনই পারে
এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে।
সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
০১ লা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৫
পাজী-পোলা বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৭
তাহেরা সেহেলী বলেছেন: মনে হচ্ছে সে সৌভাগ্যবতী।
যার প্রকাশ করেছেন খুব গুছিয়ে, যত্ন করে।
৬| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১
মিরোরডডল বলেছেন:
আর কত ব্যাধি বাড়লে আমার মৃত্যু হবে!
একমাত্র প্রেয়সীর মৃত্যু চুম্বনই পারে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে।