নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
দীর্ঘ নিঃশ্বাসের হিমেল হাওয়ায় কেঁপে ওঠে হৃদয়
শিশিরের আদ্রে ভিজে যায় চোখ
ঝড়া পাতায় খসখসে দুঃখ।
একাকীত্বের সৃতির চাঁদরে নিজেকে ঢাকি, মনেপড়ে
মনেপড়ে উষ্ণতার জন্য তোমার বুক খুঁজছিলাম
তুমি বলেছিলে 'পুরুষ আমি মাংস খুঁজি।'
সেই থেকে আমি আর কোন আঁচল ছুঁইনি
খুঁজিনি শাড়ীর কুচির গিট
নিজেকে লুকাইনি কোন অন্তর্বাসে।
একাকী পুড়েছি তপ্ত দহনে
পাড়ি দিয়েছি নির্জনতার গহীন পথ
তবুও ভীড়ে যাইনি,
হাত ছোঁয়নি কোন "নীরার" হাত
"বিরুণাদের" ভৎসনা করেছি
বনলতার কাছেও দু'দন্ড শান্তি মেলেনি।
বিশাল ব্রমান্ডে আমিও এক বিন্দুর মত একাকী আছি
আমারও ঘর হয়নি, সব পর করেছি
পুরুষ আমি, জাতের কালিমায় কলংকিত।
অথচো আমার কেবল
তোমার চোখের সমুদ্রে ডুবে যাবার ইচ্ছে ছিলো
তোমার খোপার বাঁধনে ফেঁসে যাবার ইচ্ছে ছিলো
দু'চোখ ভরে এক জীবনের স্বাদ মিটিয়ে
তোমাকে দেখার ইচ্ছে ছিলো।
কাম-বাসনার সঙ্গী না হও
আমারও ইচ্ছে ছিলো, বলো-
"তোমার চোখ এত লাল কেন?"
অথচো তুমি বলেছিলে
'পুরুষ আমি মাংস খুঁজি।'
০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
২| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩১
সামরিন হক বলেছেন: ভালো।
০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬
তাহেরা সেহেলী বলেছেন: একান্ত আলাপের সুন্দর প্রকাশ।
০১ লা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছি।
০১ লা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৫
সোহানী বলেছেন: না খুঁজলে আরো ভালো ..........
০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৪
পাজী-পোলা বলেছেন: তবে কি প্রকৃতিতে নারী, পুরুষ আলাদাই একাকী রয়ে যাবে? এমন হলে তো সৃষ্টি বিনাশ হবে।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ভালো লেগেছে।